জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। শনিবার (০২ আগস্ট) দুপুরে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট করা হয়।
পোস্টে বলা হয়েছে, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকা বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছে পত্রিকার সম্পাদক শামিমা এ খান।
এতে বলা হয়, এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন