কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ চ্যানেলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলের বিষয়টি জানায় সংস্থাটির জনসংযোগ শাখা।

এ এম এম নাসির উদ্দিন বলেন, কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। এর মাধ্যমে নির্বাচন ও নির্বাচন-সংক্রান্ত সব তথ্য নির্ভরযোগ্য, সহজ ও বিস্তারিতভাবে দেশবাসীর কাছে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, আমাদের এ চ্যানেলে মূলত ভোটার নিবন্ধন, নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং ভোটার হিসেবে দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তথ্য থাকবে।

‘আমাদের মূল লক্ষ্য হলো নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করা’ উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই, তারা যেন সচেতনভাবে দেশের গণতন্ত্রায়নে অবদান রাখতে পারে।

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের আস্থা এবং নির্বাচনব্যবস্থার প্রতি স্বচ্ছতা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের তথ্যগুলো বিস্তারিত, সহজবোধ্য ও গ্রহণযোগ্য উপায়ে জনগণের সামনে তুলে ধরতে চাই, যাতে মানুষের আস্থা ও আমাদের স্বচ্ছতা আরও সুদৃঢ় হয়।

এআই নিয়ে সিইসি বলেন, সম্প্রতি একটি বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার। মিথ্যা বা বানোয়াট তথ্য দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

তিনি অনুরোধ করে বলেন, যেকোনো তথ্য পাওয়ার পর যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার করবেন না। সবাই নিয়মিত এই চ্যানেল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রচারের এই অপচেষ্টা মোকাবিলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা চাই। এ ছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজেও আপনারা নির্বাচন-সংক্রান্ত সঠিক তথ্য পাবেন। আমরা আমাদের এই উদ্যোগে দেশবাসীকে পাশে পেতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ম্যাচ ঘিরে অচলাবস্থা, নতুন যে বিকল্প ভাবছে আইসিসি

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, অংশ নিতে পারবেন না নির্বাচনে

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

বিকেলে ঢাকায় পৌঁছাবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন

আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামি গণেশ গ্রেপ্তার

হৃতিকের জন্মদিনে ব্যতিক্রমী পুনর্মিলন 

ইরানের নেতারা ফোন করেছেন, তারা বৈঠকে বসতে চায় : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী : ট্রাম্প

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

১০

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

ভোট এলেই প্রতিশ্রুতি, হয় না সমাধান

১২

সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

১৩

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

১৪

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৫

শীতেও স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে যা খাবেন

১৬

বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী গ্রেপ্তার

১৭

ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের ২ শিক্ষার্থী আটক

১৮

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা

১৯

আজ সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

২০
X