মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ভোটের আগে তদবিরের পাহাড়

বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে নানা তদবির নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিদিনই হাজির হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্বাচনের আগেই পুলিশ, আনসারের বদলি পোস্টিং, মামলা-সংক্রান্ত বিষয়সহ নানা তদবির নিয়ে প্রতিদিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সচিবালয়ে প্রবেশের পাস নিয়ে তারা স্বরাষ্ট্র বিভাগের বিভিন্ন কর্মকর্তার কাছে চলে যাচ্ছেন। শুধু সাধারণ নাগরিকই নয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিও তদবিরে যুক্ত; এমনকি কিছু কর্মকর্তাও নিজেদের বা অন্যের তদবির করছেন। সাবেক কর্মকর্তাদের একটি অংশও প্রতিদিন তদবিরের জন্য মন্ত্রণালয়ে আসছেন।

মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তদবির ঠেকাতে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদবিরকারীদের প্রবেশ রোধ করতে সচিবালয়ের ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের জন্য বিশেষ গেট চালু করা হয়েছে। মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত বিশেষ পাস ছাড়া কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। কয়েকদিন ধরে গেটটি থাকলেও, গতকাল বুধবার থেকে বিশেষ পাস দেখিয়ে প্রবেশের কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, স্টিকারবিহীন কোনো গাড়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে পারছে না। এ ছাড়া, বিশেষ পাস ছাড়া সকাল থেকে কোনো ব্যক্তিকেও মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে সাংবাদিকদের জন্য এই বিধান কিছুটা শিথিল রয়েছে। নতুন চালু হওয়া গেটের দুপাশে দুজন পুলিশ সদস্য অবস্থান করছেন। যাদের প্রবেশের অনুমোদন আছে, তাদের কার্ড পাঞ্চ করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিন অসংখ্য তদবিরকারী নানা আবদার নিয়ে মন্ত্রণালয়ে হাজির হচ্ছেন। কেউ মামলা থেকে মুক্তি চাইতে, কেউ বদলি বা লাইসেন্স পেতে। তারা এলে কর্মকর্তাদের স্বাভাবিক কাজের গতি ব্যাহত হচ্ছে। তাই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কেউ সচিবালয়ে প্রবেশ করলেও সব জায়গায় যেতে না পারে; প্রত্যেককে শুধু তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েই যেতে হবে। জানা গেছে, ভবিষ্যতে সচিবালয়ের সব ভবনে এ ধরনের পদ্ধতি চালু করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে মূলত গেটে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাস দেখিয়ে ভেতরে প্রবেশের পর দর্শনার্থীরা বিভিন্ন মন্ত্রণালয়ে ইচ্ছেমতো যাতায়াত করতে পারতেন। তবে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে দর্শনার্থীদের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাস নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদবির করতে যেতেন। মূলত এ ধরনের তদবির বাণিজ্য রোধ করতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিবালয় নিরাপত্তা শাখা) যুগ্ম সচিব মো. জসিম উদ্দীন জানান, অনেক ভিজিটর এমনভাবে ঘোরাঘুরি করতেন যা অনুমোদিত নয়। নিরাপত্তার পাশাপাশি এ ব্যবস্থা তদবির ঠেকাতেও নেওয়া হয়েছে পদক্ষেপ। কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের জন্য সমস্যা নেই; তাদের মাস্টার কার্ড থাকায় তারা প্রবেশ করতে পারবেন। ভবিষ্যতে অন্য মন্ত্রণালয়গুলোতেও এই ব্যবস্থা চালু হবে, যাতে কেউ শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ ছাড়া অন্য জায়গায় যেতে না পারে।

তথ্যসূত্র : বাংলাদেশ প্রতিদিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১০

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১১

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১২

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৩

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৪

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৫

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১৮

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

১৯

২০ লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক ৩

২০
X