নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে একজন অফিস সহকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
অভিযোগে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারী আর্থিক লেনদেন, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অবৈধ সুবিধা দিয়েছেন।
সংশ্লিষ্ট আদেশে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির নাম মো. আবু সুফিয়ান মোল্লা। তিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ মনে করে, অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে আবু সুফিয়ান মোল্লাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন। সে অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত থাকাকালীন মো. আবু সুফিয়ান মোল্লা প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা এবং অন্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে। এতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি এম আতিকুর রহমান।
মন্তব্য করুন