বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটে ১৪৬ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি গুয়াংজু পৌঁছাবে ১৫ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৪টায়।
উদ্বোধনী ফ্লাইট উপলক্ষ্যে বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্মসচিব) জনাব মো. ছিদ্দিকুর রহমান এবং পরিচালক বিপণন ও বিক্রয় (যুগ্মসচিব) জনাব মো. কামরুল হাসান খান এনডিসিসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত হয়ে সম্মানিত যাত্রীদেরকে স্বাগত জানান এবং শুভেচ্ছা উপহার দেন।
ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে গুয়াংজুর উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার বিজি৩৬৭ স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে। ১৬২ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে গুয়াংজু ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিশেষ অফারে ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের টিকেট বিক্রি হচ্ছে। বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড HAPPYCAN23 ব্যবহার করলে মূল ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। অফারকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ২৭ হাজার ৫১০ টাকা থেকে শুরু যা ডিসকাউন্টে ২৫ হাজার ১০৩ টাকা এবং গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৬ হাজার ৩৬৩ টাকা থেকে শুরু যা ডিসকাউন্টে মাত্র ১৪ হাজার ১১১ টাকা।
সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন।
গত ১৬ মার্চ ২০২৩ তারিখ থেকে বিমানের গুয়াংজু রুটে ফ্লাইট বন্ধ ছিল।
মন্তব্য করুন