

সৌদি আরবে দক্ষ কর্মী প্রেরণ জোরদারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি তাকামল হোল্ডিংয়ের মধ্যে সহযোগিতা আরও ঘনিষ্ঠ হচ্ছে।
শুক্রবার (১৪ নভেম্বর) পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রিয়াদে তাকামলের প্রধান কার্যালয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে তাকামলের বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার সালেম আলমাতরুদ এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদি উপস্থিত ছিলেন।
বৈঠকে ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী সৌদি আরবে পাঠাতে মন্ত্রণালয়ের অধীন বিএমইটি ও তাকামল একসঙ্গে কাজ করছে। বিএমইটির সক্ষমতা বাড়ানো হয়েছে; বর্তমানে তাকামল অনুমোদিত ২৭টি টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা চলছে। শুধু অক্টোবর মাসেই ৫১ হাজার ৬৫৩ কর্মীর পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়েছে।
তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে প্রশংসা করে বলেন, সৌদি ওয়ার্ক ভিসার জন্য তাকামলের দক্ষতা যাচাই সনদ এখন বাধ্যতামূলক। বর্তমানে প্রায় ৯০ শতাংশ বিদেশি কর্মী এই সনদ নিয়ে দেশটিতে যাচ্ছেন এবং শিগগিরই এটি শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে সিনিয়র সচিব জানান, সৌদি আরবে যাওয়া কর্মীদের অধিকাংশই অসচ্ছল। পরীক্ষার ফি ৫০ ডলার হওয়ায় এবং অনুত্তীর্ণদের পুনঃপরীক্ষার ফি একই থাকায় তিনি অনুত্তীর্ণদের দ্বিতীয় দফার ফি মওকুফের অনুরোধ জানান। তাকামলের প্রধান নির্বাহী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
এ ছাড়া সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষতা উন্নয়ন, রিস্কিলিং ও আপস্কিলিং প্রশিক্ষণ বাড়ানো নিয়েও আলোচনা হয়। বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাসরিন কাউসার চৌধুরী, বোয়েলসের এমডি মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মাদ রেজায়ে রাব্বী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন