কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জেনে নিন ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানা জরুরি কাজ থাকায় অবকাশ কাটানোর সুযোগ মেলে না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিললে কোথাও ঘুরে আসা বা নতুন করে কোনো পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়।

তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন অনেকেই। এবার তাদের জন্য আসছে বড় সুখবর।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ফলে প্রকৃত ছুটি হবে ১৯ দিন।

এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিষ্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।

তবে এবার চলুন জেনে নেওয়া যাক ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন— ফেব্রুয়ারি

২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে অনুযায়ী পবিত্র শবেবরাতের ছুটি নির্ধারিত রয়েছে। এবার পবিত্র শবেবরাতের ছুটি দিনটি হতে পারে বুধবার। এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

মার্চ

২০২৬ সালের মার্চ মাসে মাত্র একদিন ছুটি ম্যানেজ করেই মিলবে টানা ৭ দিনের ছুটি। এ ছাড়াও পৃথকভাবে মিলবে ৪ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের অবকাশ তৈরি হবে।

এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবেকদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চ এক দিন ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

আর ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে। তাই ২৫ মার্চ বুধবার বা ২৯ মার্চ রোববার—যে কোনো এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। এমনকি এক দিন ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের বিরতি।

এপ্রিল

এপ্রিলে সরকারি চাকরিজীবীদের মিলতে পারে টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ। তবে এ ক্ষেত্রে ম্যানেজ করতে হবে ২ দিনের ছুটি। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি, আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। এর মাঝে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলেই টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।

মে

২০২৬ সালের মে মাসে মাত্র ২ দিন ছুটি ম্যানেজ করেই টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানো সম্ভব। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এর আগে ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। যদি ২৪ ও ২৫ মে দু’দিন ছুটি নিতে পারেন, তাহলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা যাবে।

আগস্ট আগস্টে দুই দফায় মিলতে পারে লম্বা ছুটির সুযোগ। তবে উভয় ক্ষেত্রেই এক দিন করে ছুটি ম্যানেজ করতে হবে।

আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা চার দিনের অবকাশ মিলবে, কারণ ৭ ও ৮ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

এ ছাড়া ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি, যেহেতু ২৮ ও ২৯ আগস্টও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

অক্টোবর

আগামী অক্টোবরেও লম্বা ছুটির সুযোগ থাকছে। মাত্র এক দিন ছুটি ম্যানেজ করলেই সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের অবকাশ উপভোগ করতে পারবেন। মঙ্গলবার (২০ অক্টোবর ) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে, আর বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর সাধারণ ছুটি।

এর পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছুটি নিলেই ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি পাওয়া যাবে।

ডিসেম্বর

বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ মিলবে। কারণ বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে, আর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান চ্যাম্পিয়ন ইনকিলাবকে হারিয়ে কালবেলার দ্বিতীয় জয়

স্কুলশিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেত্রী

সাভারে তারেক রহমানের জন্মদিনে মানবিক সেবা

আবারও ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল নেপাল, কারফিউ জারি

‘মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আধুনিকভাবে শিক্ষিত হতে হবে’

টুর্নামেন্টে নিম্নমানের পুরস্কার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

শঙ্কা দূর না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

১০

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ : দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

১১

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নিলেন নীতিশ কুমার

১২

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

১৩

সাকিব আল হাসানকে দুদকে তলব

১৪

হাজিরা দিতে এসে ছাত্রদল নেতা রক্তাক্ত 

১৫

মেজর সিনহা হত্যা / ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

১৬

আরও ১ নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

১৭

সন্তানের কোন কোন আমলে মৃত মা-বাবার গোনাহ মাফ হয়? জেনে নিন

১৮

শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

১৯

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

২০
X