বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রয়োজন স্বেচ্ছাসেবা, যৌথ নেতৃত্ব, অসাম্প্রদায়িকতা ও তরুণ সম্প্রদায়ের সম্পৃক্ততা’ - এই স্লোগানের আলোকে ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একযোগে সাংগঠনিক পক্ষ পালন কর্মসূচির অংশ হিসেবে ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটি, ঢাকাস্থ জাতীয় পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সদস্যপদ নবায়নের কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বিকেল সাড়ে ৪টায় ওই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, সাংগঠনিক পক্ষ পালনের মধ্য দিয়ে সংগঠনের কর্মসূচিতে সকলকে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়। সদস্য পদ নবায়নের মাধ্যমে নতুন তরুণীদের সদস্য হিসেবে যুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। নারী আন্দোলনের গতি প্রকৃতি সময়ের প্রেক্ষাপট অনুসারে পরিবর্তিত হয়। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে নারী আন্দোলনকে সুসংহত ও শক্তিশালীভাবে গড়ে তুলতে নারী-পুরুষ সকলকে নারী আন্দোলনে অন্তর্ভুক্ত করা আবশ্যক।
স্বাগত বক্তব্যে সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে দীর্ঘ ৫৩ বছর ধরে বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করে যাচ্ছে। যে কোনো দাবি আদায়ের জন্য যে সংগঠিত শক্তির প্রয়োজন তা সংগঠন অনেকাংশেই অর্জন করতে পেরেছে বলে আমরা মনে করি। এই অর্জনকে আরো সুসংহত ও শক্তিশালী করতে সংগঠক ও কর্মীদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিসহ যথাযথভাবে দায়িত্ব পালনের মানসিকতা আরো উন্নত হওয়া আবশ্যক। এসবের ধারাবাহিকতায় প্রতিবছর সাংগঠনিক পক্ষ পালন করা হয়ে থাকে। এবছর সভাপতির সদস্য পদ নবায়ন সহ ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটি, ঢাকাস্থ জাতীয় পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে সাংগঠনিক পক্ষের উদ্বোধন করা হবে।
মন্তব্য করুন