পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ট্রেন চলাচল উদ্বোধনকালে অপারেশন (সিগনাল প্রদান) দায়িত্ব পালন করেন মাওয়া রেলওয়ে স্টেশনের মাস্টার-৪ সালেহা পারভীন। একজন নারী হিসেবে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করায় সবার কাছে প্রশংসিত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শফিকুর রহমান।
মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত মাওয়া-ভাঙ্গা জংশন সেকশনের ট্রেন চলাচলের জন্য মাওয়া স্টেশন হতে শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেল স্টেশনে গিয়ে নামেন তিনি।
এর আগে পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন উপলক্ষে মাওয়ায় সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন