শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মদদ ছাড়া ইসরায়েল হামলার সাহস পেত না : সিপিবি 

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ছবি : কালবেলা
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ছবি : কালবেলা

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের মদদ ছাড়া প্যালেস্টাইনে ইসরায়েল হামলা করার সাহস পেত না বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার (১০ অক্টোবর) প্যালেস্টাইনের গাজা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদদপুষ্ঠ জায়নবাদী ইসরায়েলি হামলা ও ওই এলাকা জনমানবশূন্য করার পরিকল্পনার প্রতিবাদে ঢাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন দলের নেতারা।

পুরানা পল্টন মোড়ে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম এম আকাশ। সভা পরিচালনা করেন সিপিবির সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করার পরিকল্পনাসহ জনগণের উপরে ইসরাইলী নৃশংসতার প্রতিবাদে প্যালেস্টাইন গর্জে উঠেছে। এটা তাদের নায্য সংগত সংগ্রাম।

নেতৃবৃন্দ আরও বলেন, গত ৫০ বছরে গাজায় লক্ষাধিক ফিলিস্তিনিদের ওই অঞ্চলে জমির একটি ছোট এলাকায় এমন করে বন্দি করে রাখা হয়েছে, যাকে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত জায়গা হিসেবে বর্ণনা করা যায়। আর এখন ইসরায়েল বাহিনী এমন করে গণহত্যা সংগঠিত করছে যে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলছে, ‘গাজা এলাকা অবরুদ্ধ থাকবে, বিদুৎ থাকবে না, খাবার থাকবে না, জ্বালানি থাকবে না, সবকিছু বন্ধ’। এ কথার মধ্য দিয়ে ইসরায়েলিদের নৃশংসতা আবারও ফুটে উঠলো। মার্কিন ও তার সহযোগীদের মদদ ছাড়া ইসরাইল এসব কথা বলা ও হামলার সাহস পেত না।

নেতৃবৃন্দ মার্কিন সাম্রাজ্যবাদ, ইউরোপীয় ইউনিয়ন ও হিন্দুত্ববাদী মোদি সরকারের সমালোচনা করে বলেন, ইসরায়েলি বর্বরতাকে সমর্থন করার মধ্য দিয়ে এরা গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে। এরা সারা বিশ্বে মানবিক বিপর্যয় ডেকে আনছে। নতুন করে যুদ্ধ উন্মাদনা তৈরি হচ্ছে। এর বিরুদ্ধে সারা বিশ্বের মানবতাবাদী গণতান্ত্রিক, প্রগতিশীল জনগণকে রুঁখে দাঁড়াতে হবে। সমাবেশে নেতৃবৃন্দ, ইসরায়েলে মার্কিন সমরাস্ত্র প্রদান, নৌবহর প্রেরণসহ সব সহায়তা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মুক্তিকামী প্যালেস্টাইনদের প্রতি সমর্থন না দেওয়ায় সরকারের সমালোচনা করে বলা হয়, মার্কিন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। অথচ সরকার ফ্যাস্টিট ইসরাইল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলছে না। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখণ্ড ফিরিয়ে দেওয়া ছাড়া এই সংকটের সমাধান নেই। এই দাবিতে বিশ্ববাসীকে এক হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১০

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১১

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১২

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৩

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৪

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৫

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৬

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৭

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৯

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

২০
X