জনসেবায় সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।
বুধবার (২১ জুন) ময়মনসিংহ বিভাগের কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাসের কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় তথা জাতীয় পুরস্কার হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। এর আগে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা।
মন্তব্য করুন