ইউসুফ আরেফিন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ
জনপ্রশাসন মন্ত্রণালয়

এপিডি নিয়োগে আর কতদিন!

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চলতি বছরের ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে (এপিডি) দায়িত্ব পালনকালে সচিব পদোন্নতি পান অতিরিক্ত সচিব মো. আব্দুস সবুর মণ্ডল। এরপর দীর্ঘ প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এপিডি নিয়োগ দিতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে জনপ্রশাসনের দক্ষতা ও শৃঙ্খলা নিয়ে কর্মকর্তাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় আর কতদিন সময় নেবে তা নিয়ে কর্মকর্তাদের কৌতূহল তৈরি হয়েছে। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে চলতি সপ্তাহের যে কোনো দিন এপিডি নিয়োগ হওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে।

কর্মকর্তারা জানান, জপ্রশাসন মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদ এপিডি। এ পদে বসার দৌড়ে এতদিন রংপুরের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান ও মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নাম শোনা গেছে। তারা দু’জনই বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কিন্তু গত কয়েকদিন তাদের দু’জনের মধ্যে হাবিবের নাম শোনা যাচ্ছে না। মুহিদুলের সম্ভাবনা এখনও রয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ। নতুন করে আরেকজনের নাম যুক্ত হয়েছে। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনে মিনিস্টার ( লেবার) পদে কর্মরত নাজমুস সা’দত সেলিম। তিনিও বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। সেলিমই পরবর্তী এপিডি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বলে মনে করছেন কর্মকর্তাদের অনেকে। চলতি সপ্তাহের যে কোনো সময় তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সূত্র জানায়, বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব পালন করছেন এমন কাউকে মন্ত্রণালয়ে আনতে নারাজ প্রধানমন্ত্রী। ফলে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এপিডি পদে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। এক্ষেত্রে হয় মুহিদুল ইসলাম অথবা নাজমুস সা’দত সেলিম হতে পারেন পরবর্তী এপিডি। তাদের মধ্যে নাজমুস সা’দত সেলিমের নাম বেশি শোনা যাচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ৫ সেপ্টেম্বর সচিব পদোন্নতির পরও প্রায় দুই মাস এপিডির দায়িত্বে ছিলেন আব্দুস সবুর মণ্ডল। পরে ২৬ অক্টোবর তাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ( সচিব) পদে নিয়োগ দেয় সরকার। তারপর থেকে এপিডি পদে অতিরিক্ত দায়িত্ব চালিয়ে যাচ্ছেন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলাম। দ্রুত এপিডি পদে কাউকে নিয়োগ দিয়ে তাকে নবীরুলকে ভারমুক্ত করার কথা বলছেন কেউ কেউ।

প্রশাসনে গুঞ্জন রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ দুই কর্মকর্তার ঠেলাঠেলির কারণেই এপিডি পদে নিয়োগে জটিলতা দেখা দিয়েছে। তবে কারা এই ঠেলাঠেলিতে জড়িত তা বলছেন না কর্মকর্তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এপিডি নিয়োগ নিয়ে গত কয়েক দিন আগে কালবেলাকে বলেছিলেন, আমরা খুব দ্রুত এপিডি নিয়োগ দেব। বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। গত সোমবার তার বক্তব্যের জন্য ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকেও ফোন করা হয়েছে। তিনিও ফোন ধরেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওয়ারপ্লেতেই ৪ উইকেট গেল বাংলাদেশের

সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

শুক্রবার থেকে টঙ্গীতে ৫ দিনের জোড় শুরু

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পরিবর্তন, বাড়ল না কমলো?

দেশের নারী সমাজ বিএনপির প্রতি আস্থাশীল : সেলিমা রহমান

ক্রিকেটে ‘গ্রোভেল’ কী — এবং কেন এটি এত কুখ্যাত?

জরাজীর্ণ ভোটকেন্দ্র ও সিসি ক্যামেরার তথ্য গেল ইসিতে

আমার শরীর, আমার সম্পদ : ঐশ্বরিয়া রাই

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করবেন যেভাবে

আমরা ৫৩ বছর ধোঁকা খেয়েছি আর নয় : চরমোনাই পীর

১০

আফগানিস্তানের নাগরিকদের সব ইমিগ্রেশন আবেদন স্থগিত যুক্তরাষ্ট্রের

১১

শরীয়তপুরকে জাতীয় প্ল্যানের মধ্যে আনা উচিত : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

নগর পরিচালন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১৩

আপ বাংলাদেশের এক নেতাকে অব্যাহতি

১৪

টেক্টর ঝড়ে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য

১৫

আইপিএলে দল পেলেন না অজি অধিনায়ক

১৬

ভুলেও সয়াবিন খাবেন না যে ৫ ধরনের ব্যক্তি 

১৭

গাজা নিয়ে ‘ভয়ংকর অভিযোগ’, অ্যামনেস্টির সতর্কবার্তা

১৮

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশ ১ ডিসেম্বর

১৯

নির্বাচিত হলে সমৃদ্ধ হবে দাগনভূঞা ও সোনাগাজী : আব্দুল আউয়াল মিন্টু 

২০
X