ঢাকা থেকে নোয়াখালীতে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন আন্তঃনগর ট্রেনের নাম ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রেল মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) তৌফিক ইমাম সইকরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ট্রেন চলা শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে চালুর জন্য নতুন আন্তঃনগর ট্রেন এর নাম ‘সুবর্ণচর এক্সপ্রেস’ প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদন হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত ২৯ অক্টোম্বর চট্টগ্রামের চিপ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বরক সিদ্দিকী সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের নিমিত্ত ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে চায়না কোচ দ্বারা ১ জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে।
প্রস্তাবে বলা হয়েছে, নতুন এ ট্রেনের নম্বর ৮১৭/৮১৮। ১৪ কোচের নতুন এ ট্রেনে মোট আসন থাকবে ৬৭৯ টি। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। প্রস্তাবিত ট্রেনের সময়সূচিতে বলা হয়েছে, ৮১৭ নং ট্রেনটি নোয়াখালী ছাড়বে ২ টা ৩০ মিনিটে আর ঢাকা পৌঁছাবে ৮ টা ১০ মিনিটে। আর ৮১৮ নং ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮ টায় ও নোয়াখলী পৌঁছাবে ১ টা ৩০ মিনিটে।
প্রস্তাবিত স্টেশনের মধ্যে আছে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাথের পেটুয়া, সোনাইমুড়ি, বজরা, চৌমুহনী, মাইজদীকোট। যদিও নতুন ট্রেনের নাম ও কবে নাগাদ চালু হবে সেটা এখনো জানায়নি রেল কর্তৃপক্ষ। তার আগে চলতি বছরের ৭ জুন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নতুন একটি ট্রেন অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য করুন