কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৩:৫১ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

বিএনপির লোগো
বিএনপির লোগো

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জুন) দেশের বিভিন্ন বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

শেরপুর

এদিন শেরপুরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, এই স্বৈরাচারী আওয়ামী সরকার কুইক রেন্টাল দুর্নীতি ও অপরিকল্পিত বিদ্যুৎ প্লান্ট করে কোটি কোটি টাকা লোপাট করেছে। সে কারণে দেশে বিদ্যুতের এই দুরবস্থা। আমরা এই স্বৈরাচারী সরকারের বিদায় দাবিসহ বিদ্যুতের এই চরম বিপর্যয়ের দ্রুত সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছি।

ঝালকাঠি

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাত হোসেনসহ দলের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, যে দেশে ভয়াবহ লোডশেডিং চলছে এবং বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি চলছে, এর প্রতিবাদে আজকে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। পরে ঝালকাঠি বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের কাছে স্মারকলিপি দেন তারা।

মাগুরা

বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রতিবাদে মাগুরায় স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে মাগুরা জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহাম্মদের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাগুরা-ঝিনাইদহ সড়কের ওজোপাডিকোর অফিসের সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় তারা জেলা পরিষদ অফিস গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সরকারের নানা ব্যর্থতা তুলে ধরেন বক্তারা। পরে মাগুরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

পাবনা

এদিকে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পাবনায় বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলার অভিযোগ উঠেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১০ আহত হয়েছেন।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালপুরে জেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাওয়ার হাউস পাড়ায় বিদ্যুৎ অফিসে দিকে রওনা হয়। কিন্তু পথে বড় ব্রিজের মাথায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা শান্ত হোন। পরে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে।

নাটোর

এ ছাড়া অসহনীয় লোডশেডিং, বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎখাতে নজীরবিহীন দুর্নীতির প্রতিবাদে নাটোরে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আলাইপুর বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান সরকারের অসহনীয় দূর্নীতির কারণে দেশে আজ বিদ্যুতের অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। এই সরকারের সবাই মিলে দেশটাকে গিলে খাওয়ার পাঁইতারা করছে। দেশের মানুষকে তাদের কবল থেকে বাঁচাতে বিএনপির এই আন্দোলন চলবে।

এ ছাড়া শেরপুর, পাবনা, ঝালকাঠি, মাগুরা ও নাটোরের মতো দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় সওজ শ্রমিকদের তিন দিনব্যাপী কর্মসূচি

পুঁজিবাজারে যুক্ত হচ্ছে জেলা-উপজেলা প্রশাসন

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের বৈঠক

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিভাগীয় কাবাডি চ্যাম্পিয়ন

টেকসই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরাই আশার আলো : চসিক মেয়র

এস আলমের শতাধিক কোম্পানির ৫১৩ কোটি শেয়ার জব্দ

খুবিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে শিক্ষার্থীদের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী

শহীদ তায়িমের কবর জিয়ারত ও স্বজনদের পাশে বিএনপি

বিলাসী জীবনযাপনসহ পুরো কার্যক্রমের তথ্য জানাল বাংলাদেশি পর্ন তারকা যুগল

ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, গ্রেপ্তার ১

১০

জুলাই শহীদের সন্তানদের পড়াশোনা নিয়ে বড় সিদ্ধান্ত

১১

আদালত অবমাননার দায়ে আইনজীবীকে দণ্ড

১২

তারেক রহমানের বার্তা নিয়ে কয়রায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন

১৩

৩৮ বছর বয়সে স্বপ্নপূরণ আব্বাস আফ্রিদির

১৪

চট্টগ্রামে এনজিও কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

১৫

সহকারী কমিশনার শফিকুলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

১৬

ক্রিকেটে বিরল মুহূর্ত : বাংলাদেশ না বুঝেই পেয়ে গেল শ্রীলঙ্কার উইকেট

১৭

‎আলোচিত সেই পর্ন তারকাকে নিয়ে যা বললেন এলাকাবাসী

১৮

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যে আলোচনা হলো

১৯

২ বছর পর খুলল স্কুল, গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু

২০
X