কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৩:৫১ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

বিএনপির লোগো
বিএনপির লোগো

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জুন) দেশের বিভিন্ন বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

শেরপুর

এদিন শেরপুরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, এই স্বৈরাচারী আওয়ামী সরকার কুইক রেন্টাল দুর্নীতি ও অপরিকল্পিত বিদ্যুৎ প্লান্ট করে কোটি কোটি টাকা লোপাট করেছে। সে কারণে দেশে বিদ্যুতের এই দুরবস্থা। আমরা এই স্বৈরাচারী সরকারের বিদায় দাবিসহ বিদ্যুতের এই চরম বিপর্যয়ের দ্রুত সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছি।

ঝালকাঠি

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাত হোসেনসহ দলের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, যে দেশে ভয়াবহ লোডশেডিং চলছে এবং বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি চলছে, এর প্রতিবাদে আজকে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। পরে ঝালকাঠি বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের কাছে স্মারকলিপি দেন তারা।

মাগুরা

বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রতিবাদে মাগুরায় স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে মাগুরা জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহাম্মদের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাগুরা-ঝিনাইদহ সড়কের ওজোপাডিকোর অফিসের সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় তারা জেলা পরিষদ অফিস গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সরকারের নানা ব্যর্থতা তুলে ধরেন বক্তারা। পরে মাগুরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

পাবনা

এদিকে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পাবনায় বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলার অভিযোগ উঠেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১০ আহত হয়েছেন।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালপুরে জেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাওয়ার হাউস পাড়ায় বিদ্যুৎ অফিসে দিকে রওনা হয়। কিন্তু পথে বড় ব্রিজের মাথায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা শান্ত হোন। পরে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে।

নাটোর

এ ছাড়া অসহনীয় লোডশেডিং, বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎখাতে নজীরবিহীন দুর্নীতির প্রতিবাদে নাটোরে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আলাইপুর বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান সরকারের অসহনীয় দূর্নীতির কারণে দেশে আজ বিদ্যুতের অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। এই সরকারের সবাই মিলে দেশটাকে গিলে খাওয়ার পাঁইতারা করছে। দেশের মানুষকে তাদের কবল থেকে বাঁচাতে বিএনপির এই আন্দোলন চলবে।

এ ছাড়া শেরপুর, পাবনা, ঝালকাঠি, মাগুরা ও নাটোরের মতো দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত বিশ্বের প্রথম টাইটানিয়াম হার্ট মানবদেহে প্রতিস্থাপন

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

২৭ জুলাই : নামাজের সময়সূচি

যে ভুলে মরতে পারে টবের গাছ

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

ঝিনাইদহে ২৪ বছর ধরে ক্রিকেট ব্যাট বানাচ্ছেন ৩ ভাই

জামালপুরে ১০ মামলায় আসামি ২৩০৫, গ্রেপ্তার ৩২

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

১০

যাত্রী পারাপার কমেছে আখাউড়া স্থলবন্দরে

১১

সিলেটে ৭ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৭

১২

‘সাংবা‌দি‌কের ওপর হামলা নিঃস‌ন্দে‌হে ছাত্র‌দের কাজ নয়’

১৩

রাজশাহীতে সহিংসতার মামলায় গ্রেপ্তার ১১৬৩

১৪

ছাত্রলীগের রাজনীতি ছাড়ার ঘটনা নিয়ে সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১৫

তিন সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবিপ্রধান

১৬

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার

১৭

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

১৮

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা-মারধর

১৯

নাসিক কাউন্সিলর ইসরাফিল প্রধান গ্রেপ্তার

২০
X