সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক আইজিপি মো. নূরুল আনোয়ার মারা গেছেন

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আনোয়ার। ছবি : কালবেলা
সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আনোয়ার। ছবি : কালবেলা

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আনোয়ার (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

রোববার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজধানীর গ্রিনরোডস্থ ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সীতাকুণ্ডে। তিনি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের মরহুম সিরাজুল মোস্তফার বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা নূরুল আনোয়ারের মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম , সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এস এম আল মামুন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

নূরুল আনোয়ার ১৯৫০ সালে ৩১ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা বাংলাদেশ রেলওয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

চাকরি জীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমার সর্বশেষ মহকুমা পুলিশ প্রশাসক ছিলেন। তা ছাড়া, তিনি চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটিসহ ৫টি জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপকমিশনার ছিলেন।

অবসরকালে তিনি দেশের অগ্রগতি উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকার লেখালেখি করতেন। পাশাপাশি তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে নিয়মিত টকশোতে অংশগ্রহণ করতেন। সমাজ, প্রশাসন ও ইতিহাস বিষয়ে তার অনেক বই প্রকাশিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বাদ আসর তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তকে দাফন করা হবে।

এদিকে সাবেক আইজিপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বর্তমান আইজিপি।

রোববার এক শোক বাণীতে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে মরহুম মো. নূরুল আনোয়ারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা ও অসামান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঝালকাঠিতে গভীর নলকূপে পানির সংকট

ব্যাট-বলে সাকিবকে শরীফুলের টেক্কা

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সরবরাহ সচল হওয়ায় স্বস্তি ফিরছে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে

আজ কোন এলাকায় কত ঘণ্টা কারফিউ শিথিল

রিয়ালের জার্সিতে কবে মাঠে নামছেন এমবাপ্পে?

স্বেচ্ছায় কারাগারে যাচ্ছেন ফিলিস্তিনি শরণার্থীরা

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

১০

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

১১

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

১২

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

১৩

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

১৪

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

১৫

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৬

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

১৭

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১৯

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

২০
X