

বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুবদল নেতা শাওন সরকারের উদ্যোগে সাভারের জামাল উলুম জমিলা খাতুন মাদ্রাসা ও এতিমখানার হাফেজিয়া বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে এ কোরআন খতম সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার তাওফিক কামনা করা হয়।
অনুষ্ঠানে যুবদল নেতা শাওন সরকার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক অবিসংবাদিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপোষহীনভাবে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের অনন্য উদাহরণ। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, সাহসী নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস চিরকাল আমাদের পথ দেখাবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তার মৃত্যুতে দেশ এক অভিভাবকহীন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা আজ তার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
শাওন সরকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া করার আহ্বান জানান এবং তার আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কোরআন খতম ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, এতিমখানার তত্ত্বাবধায়ক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিজুড়ে ছিল শোকাবহ পরিবেশ।
মন্তব্য করুন