কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:২৬ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে।

রোববার (২ জুলাই) সকালে দুদিন সফরের শেষ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, গ্রাম আর গ্রাম নেই; সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে যা বিশ্বে স্বীকৃত। বাংলাদেশ এখন রোল মডেল। আজ বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছি। বাংলাদেশের এ উন্নয়ন করতে পারতাম না, যদি টুঙ্গিপাড়া কোটালীপাড়াবাসী আমার দায়িত্ব না নিতেন, বলেন প্রধানমন্ত্রী।

এর আগে নিজ বাড়ি থেকে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান সভাপতি।

এর আগে সফরের প্রথম দিনে শনিবার (১ জুলাই) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সেখানে প্রধানমন্ত্রী বলেন, যারা চায়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক ও দেশের উন্নয়ন হোক তাদের প্রতি চ্যালেঞ্জ ‘দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবই’।

তিনি বলেন, যারা চায়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, মানুষ পেট ভরে ভাত খাক, শিক্ষা পাক, মাথা গোঁজার ঠাঁই পাক, তারা মিথ্যা অপবাদ দিয়ে গেছে। কিন্তু তাতে কাজ হয়নি। নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় কথা।

শেখ হাসিনা বলেন, কিছু মানুষ দেশের উন্নয়ন দেখে না, তারা চোখ থাকতেও অন্ধ। তাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছু নেই।

নিজ এলাকার উন্নয়নের প্রতি জোর দিয়ে তিনি বলেন, আমার এলাকার কোনো উন্নয়ন যেন বাদ না যায়। কোথায় কী হচ্ছে সব আমি খোঁজ রাখি। আমার কাছে সব রাস্তাঘাটের আলাদা আলাদা ফাইল করা আছে। শুধু কোটালীপাড়া, টুঙ্গীপাড়া না—পুরো দেশের উন্নয়ন করে যাচ্ছি।

আর এই উন্নয়নের শক্তি আপনারাই জুগিয়েছেন। আপনারাই আমার বড় শক্তি। আপনারা আছেন বলে আমি দেশের উন্নয়ন করে যেতে পারছি, বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বাবার স্বপ্নপূরণ করে উন্নত দেশ গড়াই আমার লক্ষ্য। দেশে একজনও হতদরিদ্র থাকবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেটাই আমি চাই।

এ সময় আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চান শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, এ দেশের অর্থনৈতিক মুক্তি, আর্থসামাজিক উন্নয়ন এবং দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দিন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাধারণ মানুষের ভাগ্য বদলে যায়। এ সময় তিনি গত সাড়ে ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য তার সরকারের প্রচেষ্টা সংক্ষেপে তুলে ধরেন। পাশাপাশি, এসব উন্নয়ন যারা দেখতে পায় না, তাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এই উন্নয়নের সুফল কিন্তু ঠিকই তারা ভোগ করছেন।

শনিবার (১ জুলাই) সকালে মোটরশোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে দুই দিনের সফরে গোপালগঞ্জের কোটালীপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি। পরে বেলা সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীতির প্রশ্নে আপস করেননি খালেদা জিয়া : খায়রুল কবির

ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে : চরমোনাই পীর

দায়িত্ব ছাড়ার পর ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

ধারাভাষ্যে হিন্দিকে জাতীয় ভাষা বলায় তোপের মুখে সাবেক ভারতীয় কোচ

বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর টানা দ্বিতীয় জয়

২৫ বাংলাদেশিকে ক্ষমা সংযুক্ত আরব আমিরাতের

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয়

প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে ডা. শহিদুলের মতবিনিময়

বিএনপির প্রার্থীকে শোকজ

১০

বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

১১

ভারতে আম্পায়ারিংয়ে শরফদ্দৌলা, যা বলছে বিসিবি

১২

হজ ফ্লাইট নিয়ে নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

১৩

১৩ জেলার জন্য বড় দুঃসংবাদ

১৪

সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন কোহলি

১৫

প্রার্থিতা ফিরে পেলেন কাজী রফিকুল

১৬

২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

১৭

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শান্ত

১৮

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঠাও চালকের মৃত্যু

১৯

গণভোটের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে : আলী রিয়াজ

২০
X