আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রায় ১৪০০ অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে সেটিকে সামনে রেখে মন্ত্রিপরিষদ বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন।
সাংবাদিকদের মাহবুব হোসেন বলেন, আগামী ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে মন্ত্রিসভায় কারা থাকছেন সেই তালিকা এখনও আসেনি।
তিনি আরও বলেন, ঐতিহ্যগতভাবে শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়ে থাকে, এবছরও বঙ্গভবনেই হবে। মন্ত্রিসভার শপথের সময় আনুমানিক ১৩০০ থেকে ১৪০০ অতিথিকে আমন্ত্রণ করা হয়।
এদিকে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে।
এর আগে, নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, গত ৭ জানুয়ারি ৩০০টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয় একজন প্রার্থীর মৃত্যুর কারণে। ১২ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে। আর ময়মনসিংহ-৩ আসনে একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফলাফল স্থগিত করা হয়েছিল। সেই কেন্দ্রের নির্বাচন হবে ১৩ জানুয়ারি। এই দুটি বাদ দিয়ে ২৯৮ আসনের ফলাফল যাচাই করে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথগ্রহণ করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। সে হিসেবে আজ বুধবার সংসদ ভবনে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা। এ জন্য পুরোপুরি প্রস্তুতি শেষ করেছে সংসদ কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত ৭ জানুয়ারি সারা দেশে একযোগে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে আওয়ামী লীগ ২২২টি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে।
মন্তব্য করুন