কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে স্বামীর সহায়তায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। দলবদ্ধ এ ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তিরোধে সংশ্লিষ্ট প্রশাসক এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্ষণের শিকার গৃহবধূ স্বামীর সাথে সোমবার শ্বশুড়বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর স্বামীর বন্ধুরাও সেখানে এসে স্বামীর সহায়তায় তাকে বেধড়ক মারধর করে।
বিবৃতিতে আরও বলা হয়, পরে তিন থেকে চারজন মিলে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে চকরিয়ার হারবাং-বরইতলীর সীমান্তে হারবাং ছড়া ব্রিজের উত্তর পাশে কাটাখালী এলাকায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্বামীর সহায়তায় স্ত্রীকে দলবদ্ধ এ ধর্ষণের ঘটনাটি খুবই উদ্বেগজনক।
মহিলা পরিষদ আরও বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে পরিবারের সদস্যদের দ্বারা নারী ও কন্যারা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। এ সব ঘটনা যেমন নারী ও কন্যাদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে তেমনি তাদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। নারী ও কন্যারা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নারী ও কন্যার প্রতি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে।
মন্তব্য করুন