কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জেন্ডার বাজেট ২০২৫-২৬ : বাংলাদেশ মহিলা পরিষদের আলোচনা সভা

বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক বাজেট-পরবর্তী সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক বাজেট-পরবর্তী সভা। ছবি : কালবেলা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জেন্ডার সংবেদনশীলতার প্রতিফলন ও নারীর ক্ষমতায়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক বাজেট-পরবর্তী সভায়।

মঙ্গলবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনায় নীতি-নির্ধারক, অর্থনীতিবিদ ও নারী অধিকার কর্মীরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মালেকা বানু-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। তিনি জেন্ডার বাজেটকে মহিলা পরিষদের দীর্ঘদিনের অ্যাডভোকেসির ফল হিসেবে উল্লেখ করেন। যদিও এবারের বাজেটে জেন্ডার খাতে বরাদ্দ কিছুটা কমেছে, তিনি গুণগত বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, বাজেটের এফিসিয়েন্সি বৃদ্ধি করা হয়েছে।

তিনি সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে জেন্ডার বাজেটের বাস্তবায়ন আরও মানসম্মত ও বাস্তবসম্মত হয়।

বিশেষ অতিথিদের মধ্যে সানেমের ডেপুটি ডিরেক্টর ইশরাত শারমিন জেন্ডার বাজেট নিয়ে উপলব্ধির ঘাটতির কথা বলেন এবং সংকটকালে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব কমা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন। ইউএনডিপির জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম বাজেট বাস্তবায়নের পরিকল্পনা এবং নারীর জীবনে এর কার্যকারিতা মূল্যায়নে মন্ত্রণালয়গুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লেকচারার উম্মে মারজানা অপ্রাতিষ্ঠানিক খাতের নারীদের অর্থনৈতিক দুর্বলতা ও সহিংসতা বৃদ্ধির বিষয়ে বাজেটে বরাদ্দ রাখার কথা বলেন।

বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম প্রান্তিক নারীদের জন্য বরাদ্দ বৃদ্ধি, নারী শ্রমিকদের তথ্য সংরক্ষণ এবং প্রবাসী নারী শ্রমিকদের সহায়তার জন্য দূতাবাসে বাজেট বাড়ানোর দাবি জানান। দলিত নারী ফোরামের প্রকল্প কর্মকর্তা তামান্না সিং বড়াইক দলিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, শিক্ষা ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সুস্পষ্ট বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরাও নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, অপ্রাতিষ্ঠানিক কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দান এবং শিক্ষার ব্যয় কমানোর মতো বিষয়গুলো জেন্ডার বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম নারী অর্থনীতিবিদদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং নারী আন্দোলনকে আরও গভীরভাবে অনুধাবন করার ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ লাখ টাকা আত্মসাতের মামলা থেকে মেহজাবীনের মুক্তি

ইউক্রেনে মার্কিন এফ-১৬ ভূপাতিত

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিলসহ ৪ দাবি এনসিপির

স্কুলে তালা দেওয়ায় ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

তাহসান-রোজার বিচ্ছেদ যে কারণে

২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী

ফের নতুন সম্পর্কে মাহি

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

কাঁকড়া নদীতে ভাসছিল ২ যুবকের মরদেহ

১০

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মির্জা ফখরুল

১১

‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

১২

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম

১৩

আইপিএল প্রসঙ্গ টেনে বিপিএলে প্রশ্ন, বিরক্ত নবী

১৪

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১৫

অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন

১৬

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

১৭

কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের

১৮

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের হাজির মৃত্যু

১৯

বার্সার কাছে হার, তবু নিরাপদ জাবির চেয়ার

২০
X