কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জেন্ডার বাজেট ২০২৫-২৬ : বাংলাদেশ মহিলা পরিষদের আলোচনা সভা

বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক বাজেট-পরবর্তী সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক বাজেট-পরবর্তী সভা। ছবি : কালবেলা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জেন্ডার সংবেদনশীলতার প্রতিফলন ও নারীর ক্ষমতায়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক বাজেট-পরবর্তী সভায়।

মঙ্গলবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনায় নীতি-নির্ধারক, অর্থনীতিবিদ ও নারী অধিকার কর্মীরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মালেকা বানু-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। তিনি জেন্ডার বাজেটকে মহিলা পরিষদের দীর্ঘদিনের অ্যাডভোকেসির ফল হিসেবে উল্লেখ করেন। যদিও এবারের বাজেটে জেন্ডার খাতে বরাদ্দ কিছুটা কমেছে, তিনি গুণগত বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, বাজেটের এফিসিয়েন্সি বৃদ্ধি করা হয়েছে।

তিনি সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে জেন্ডার বাজেটের বাস্তবায়ন আরও মানসম্মত ও বাস্তবসম্মত হয়।

বিশেষ অতিথিদের মধ্যে সানেমের ডেপুটি ডিরেক্টর ইশরাত শারমিন জেন্ডার বাজেট নিয়ে উপলব্ধির ঘাটতির কথা বলেন এবং সংকটকালে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব কমা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন। ইউএনডিপির জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম বাজেট বাস্তবায়নের পরিকল্পনা এবং নারীর জীবনে এর কার্যকারিতা মূল্যায়নে মন্ত্রণালয়গুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লেকচারার উম্মে মারজানা অপ্রাতিষ্ঠানিক খাতের নারীদের অর্থনৈতিক দুর্বলতা ও সহিংসতা বৃদ্ধির বিষয়ে বাজেটে বরাদ্দ রাখার কথা বলেন।

বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম প্রান্তিক নারীদের জন্য বরাদ্দ বৃদ্ধি, নারী শ্রমিকদের তথ্য সংরক্ষণ এবং প্রবাসী নারী শ্রমিকদের সহায়তার জন্য দূতাবাসে বাজেট বাড়ানোর দাবি জানান। দলিত নারী ফোরামের প্রকল্প কর্মকর্তা তামান্না সিং বড়াইক দলিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, শিক্ষা ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সুস্পষ্ট বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরাও নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, অপ্রাতিষ্ঠানিক কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দান এবং শিক্ষার ব্যয় কমানোর মতো বিষয়গুলো জেন্ডার বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম নারী অর্থনীতিবিদদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং নারী আন্দোলনকে আরও গভীরভাবে অনুধাবন করার ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত শাবিপ্রবি, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

প্রশাসন কোনো দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে: ইশরাক

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

১০

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

১১

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

১২

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১৩

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১৪

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১৫

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৭

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

১৮

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

১৯

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

২০
X