

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুস সালাম। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ময়মনসিংহ ৯ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আবদুস সালাম ২৮ ফেব্রুয়ারি ১৯৪২ সালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কুমারুলির রসুলপুরে জন্মগ্রহণ করেন। তিনি মেজর জেনারেল পদমর্যাদার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। চাকরিজীবনে তিনি ট্রেনিং, ইন্টেলিজেন্স ও লজিস্টিকস সার্ভিসে বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। ১৯৬২ সালের ২১ এপ্রিল তৎকালীন পাকিস্তান আর্মিতে তিনি কমিশন প্রাপ্ত হন। এরপর ১৯৮২ সালে মেজর জেনারেল পদে উন্নীত হন। ১৯৯২ সালে তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
মন্তব্য করুন