ঢাকায় ইয়াবাসহ মোতালেব ওরফে রনি (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০৬ জুলাই) গভীর রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি পেশায় বাসের হেলপার। এই পেশার আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। তিনি আগে মোটরসাইকেল চুরি করতেন। এখন পেশা পালটে ইয়াবা বিক্রি করেন।
মিরপুর মডেল থানার ওসি জানান, গ্রেপ্তার রনি মূলত বাসের হেলপার। তিনি দিশারী পরিবহনে চাকরি করেন। এই হেলপার পেশার সুযোগ নিয়েই তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। দিশারী পরিবহন কেরানীগঞ্জ থেকে মিরপুর আসে। রনিও কেরানীগঞ্জ থেকে ইয়াবা নিয়ে মিরপুর আসেন এবং বিভিন্ন স্থানে সরবরাহ করেন। গ্রেপ্তারের পর তার শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
রনি আগে মোটরসাইকেল চুরি করতেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। পরে পেশা পরিবর্তন করে ইয়াবা বিক্রি শুরু করেন।
মন্তব্য করুন