শীতের দুর্ভোগ কমাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করেছে নারী আইনজীবী কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের ক্রীড়া কমপ্লেক্সে কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
নারী আইনজীবী কল্যাণ সংস্থার সৌজন্যে কম্বল বিতরণে অংশগ্রহণ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সবাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বারের সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, বারেরসহ সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম উজ্জ্বল। এ সময় নারী কল্যাণ সংস্থার সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকা করীম, সাধারণ সম্পাদক সাবেক ডেপুর্টি অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপাসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগে থেকেই তালিকা ভুক্ত টোকেনের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যালয়ের কর্মচারী ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান।
মন্তব্য করুন