গত ১৭ জানুয়ারি ৯টি ট্রাক নিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরির আটটি ট্রাক উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট একটি ট্রাকও শনাক্ত করার কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার (২৪ জানুয়ারি) বিআইডব্লিউটিএ জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ এহতেশামুল পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘১৭ জানুয়ারি পাটুরিয়া-আরিচা রুটে নিমজ্জিত ফেরি ‘রজনীগন্ধা’ উদ্ধার কার্যক্রম ঘটনার পর থেকেই চলমান। ৯টি নিমজ্জিত ট্রাকের মধ্যে আটটি উদ্ধার করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জলযান দিয়ে দুর্ঘটনাকবলিত ফেরীর অংশবিশেষ পানির উপরে দৃশ্যমান করা সম্ভব হয়েছে। উদ্ধার কার্যক্রমে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, হামজা এবং রুস্তমসহ অন্যান্য সহযোগী জলযান নিয়োজিত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন