মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ইউটিলিটি রজনীগন্ধা ডুবির ৬ দিনের মাথায় নিখোঁজ ফেরির সহকারী চালক হুমায়ুন কবিরের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) হরিরামপুর উপজেলা জেলার পদ্মা নদীর মান্দ্রাখোলা পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। হরিরামপুর থানার ওসি শাহ নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ নূরে আলম জানান, বাহাদুরাবাদ পয়েন্টে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পাটুরিয়া নৌ-থানার ওসি মিজানুর রহমান জানান, ফেরির সহকারী চালক হুমায়ুন কবিরের মরদেহ হরিরামপুরের মান্দ্রাখোলা পয়েন্টের সিএমবি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ঘাট এলাকায় আনার প্রক্রিয়া চলছে।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করেছে হরিরামপুর থানা পুলিশ। আমাদের বিআইডব্লিউটিসির লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ শনাক্ত করেছে। এখন লাশ নিয়ে আসার প্রস্তুতি চলছে।
গত ১৭ জানুয়ারি পদ্মার পাটুরিয়া ফেরিঘাটের অদূরে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ঘটনার দিন থেকেই নিখোঁজ ছিলেন হুমায়ুন কবির।
মন্তব্য করুন