মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগরীর সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (০৮ জুলাই) সকালে শোকবার্তায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অনন্যসাধারণ ভূমিকা রেখেছেন। প্রাণপণ যুদ্ধ করে আহত হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা (৭০) শুক্রবার (৭ জুলাই) ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন