প্রথমবারের মতো প্রবর্তিত 'দুরন্ত বিপ্লব কৃষি পুরস্কার-১৪৩০ পেয়েছেন তিন কৃষক। ‘দেশি চালের হাট’ নামক সংগঠনটি নব্বইয়ের দশকের প্রয়াত ছাত্রনেতা দুরন্ত বিপ্লবের অনুসারী কিছু কৃষক সংগঠনটি তৈরি করেছেন।
এ বছর তিনটি ক্যাটাগরিতে তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে দেশি ধান উৎপাদক ক্যাটাগরিতে শাহাদাত হোসেন, দেশি চাল প্রস্তুতকারক ক্যাটাগরিতে তৌকির আহমেদ (মনজু), দেশি চাল বিপণনকারী ক্যাটাগরিতে গোলাম সারোয়ার লিটন।
শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দুরন্ত বিপ্লব কৃষি পুরস্কার-১৪৩০ প্রদান করা হয়। এ সময় তিন কৃষকের হাতে পুরস্কার তুলে দেন প্রয়াত দুরন্ত বিপ্লবের বোন শ্বাশতী বিপ্লব ও দুর্জয় বিপ্লব।
শ্বাশতী বিপ্লব বলেন, বাঙলার আদি ও অরগানিক কৃষিকে এগিয়ে যাবে, এটাই আমার ভাই দুরন্ত বিপ্লবের প্রচেষ্টা ছিল। আমার ভাইয়ের স্লোগান ছিল, দেশবাসী চলেন ভাই, কৃষিকাজে মন লাগাই।
দেশি চাল প্রস্তুতকারক ক্যাটাগরিতে পদকজয়ী কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জের তৌকির আহমেদ (মনজু) বলেন, ২০০৯ সাল থেকে কৃষির সাথে যুক্ত। দেশি চাল স্বাস্থ্যসম্মত এজন্য কৃষকদের উদ্যোক্তা বানাতে কাজ করছি, যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। পুরস্কার পেয়ে গর্বিত লাগছে।
মন্তব্য করুন