ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শিশুদের পদচারণা 

শিশুদের পদচারণায় মুখরিত হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। ছবি : কালবেলা
শিশুদের পদচারণায় মুখরিত হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। ছবি : কালবেলা

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...।’ ১৯৫২ সালে, মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকারের লড়াইয়ে রক্ত দেওয়া সেই ভাষা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে বড়দের পাশাপাশি শিশুদের পদচারণায়ও মুখরিত হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, নানা শ্রেণি-পেশার অনেকেই তাদের পরিবারের শিশুদেরকে নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন। এ সময় শিশুদের হাতে জাতীয় পতাকা নিয়ে, মুখে জাতীয় পতাকার ছবি এঁকে এবং মাথায় মাতৃভাষা দিবস সম্বলিত ফিতা লাগিয়ে ফুল দিতে এবং ছবি তুলতে দেখা যায়। বাবা-মা, ভাই-বোন বা অভিভাবকদের সঙ্গে তারাও ফুল দিচ্ছেন শহীদ মিনারে। জাতীয় এই আচারে শিশুদের অংশগ্রহণের দৃশ্য যেন চমৎকার এক প্রদর্শনী। এ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে শিশুদের ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ছেন অনেকেই।

মিরপুর থেকে আসা রাকিব হাসান নামে একজন বলেন, আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছি। তাকে নিয়ে এসেছি এজন্য যে, আমি চাই, আমার সন্তান ছোটবেলা থেকেই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি সম্মান রাখতে শিখুক, তাদের প্রতি সম্মানের গুরুত্ব সম্পর্কে জানুক এবং শহীদ মিনারের সাথে যে আমাদের আত্মার সম্পর্ক, সেই সম্পর্কটাকে অনুধাবন করতে শিখুক।

বাবা-মায়ের সাথে আসা মিষ্টি নামে এক শিশু বলেন, আমি আমার আব্বু আম্মুর সাথে শহীদ মিনারে ফুল দিতে এসেছি। এই শহীদ মিনারের ছবি আমাদের একটি বইয়ে আছে। আজ শহীদ মিনার বাস্তবে দেখলাম। আমার অনেক ভালো লেগেছে।

তাহমিনা সুলতানা নামে একজন বলেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, তখন প্রতিবছরই শহীদ মিনারে আসা হতো এবং ফুল দেয়া হতো। এটা এক অনন্য অনুভূতি। কিন্তু, সাবেক হওয়ার পর ঢাকার বাইরে থাকায় কয়েক বছর মিস হয়ে গেছে। কিন্তু এ বছর ঢাকায় থাকায় আর মিস হলো না। আমরা দুই বোন ও আমার একমাত্র ছেলেকে নিয়ে চলে আসলাম। আমার বাচ্চাটা কান্নাকাটি করছে না, বুঝা যাচ্ছে তার হয়তো ভালো লাগছে।

দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশের প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, তিন বাহিনীর প্রধান, সম্মানিত ভাষাসৈনিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অনুষদের ডিনবৃন্দ ও হলের প্রাধ্যক্ষবৃন্দ। এরপর সাড়ে ১২টার দিকে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করা হয়।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দিয়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুকে মাতৃভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার ঘোষণা দিলে এর প্রতিবাদে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে। এদিন পশ্চিম পাকিস্তানি শাসকদের গুলিতে শহীদ হন বরকত, সালাম, রফিক জব্বারসহ অনেকেই।

ইউনেস্কো ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সারা বিশ্বে সম্মানের সাথে দিবসটি পালিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X