ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম বিশেষ কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (১২ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির এ বিষয়ে একটি চিঠি ইস্যু করেছেন। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সব কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সব অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
চিঠিতে ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির উল্লেখ করেছেন, আগামী ১৩ জুলাই সকাল থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের সব কার্যক্রম নগরভবন থেকে লাইভ মনিটরিং করা হবে। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রে (শীতলক্ষ্যা হলে) বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হবে। কন্ট্রোল রুমের কার্যক্রম শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে।
চিঠিতে বলা হয়েছে, বিগত বছরের মতো এবারও ডিএসসিসির মেয়র নিজে কন্ট্রোল রুমে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ড, অঞ্চলের মাঠপর্যায়ে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম লাইভ মনিটরিং করবেন। সে কারণে কন্ট্রোল রুমের লাইভ মনিটরিং কার্যক্রমে প্রতিটি ওয়ার্ড, অঞ্চল হতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ডিএসসিসির আওতাধীন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গতকাল ৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি।
এ কার্যক্রমের আওতায়, অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজনবোধে সেখানে ব্লিসিং পাউডার ছিটানো হচ্ছে। এরপর সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
মন্তব্য করুন