স্মার্ট বাংলাদেশ গঠন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতার মাধ্যমে গরিব মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার ‘আমার গৌরব ফাউন্ডেশন’-এর উদ্যেগে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা মিলনায়তনে গরিব দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আফরোজা তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, আওয়ামী লীগ নেতা ডা. বদিউজ্জামাল ভুঁইয়া ডাবলু, মো. তফাজ্জল হোসেন, মো. মসিউর রহমান মামুন, আফরোজা তালুকদার, মোবারক হোসেন মজুমদার প্রমুখ।
মন্তব্য করুন