নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব আলম তালুকদার। সর্বশেষ তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখার উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
জানাযায়, নাটকীয়ভাবে এই পদে সরকার গত ৩০ জানুয়ারি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করলেও যা নতুন প্রজ্ঞাপনে বাতিল করা হয়।
এরআগে এনআইডির ডিজি ছিলেন এ কে এম হুমায়ুন কবীর। তিনি অবসরে যাওয়ার পর দুই বছর চুক্তি ভিত্তিতে এনআইডি ডিজি হিসেবে ছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার পর মাসুম আহমেদ চৌধুরী নিয়োগ পেলেও তিনি এনআইডিতে যোগদান করেননি।
ফলে দুই মাস ধরে এনআইডি ডিজির দায়িত্ব পালন করে আসছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
মন্তব্য করুন