বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের পক্ষ থেকে সনাতন ধর্মের নারীদের ধর্মান্তরিত করতে সংগঠনের কর্মীদের জন্য কয়েক স্তরের পুরস্কার ঘোষণা করা হয়েছে সম্প্রতি।
এ ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এক যৌথ বিবৃতিতে উগ্র, উসকানিমূলক ও ধর্মীয় বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
রোববার (৭ এপ্রিল) পূজা পরিষদের পক্ষ থেকে দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উগ্রবাদী ধর্মীয় সংগঠন জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক ও সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীর স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ধর্মান্তরিতকরণের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এতে সনাতন ধর্মালম্বীদের মনে তীব্র ক্ষোভ ও ভীতি সঞ্চার করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় মূর্তিপূজারী হিন্দুদের প্রেমের ফাঁদে ফেলে ও মস্তিষ্ক ধোলাই করে সাচ্চা মুসলিম জন্ম দেওয়ার জন্য প্ররোচিত করার মতো প্রচারণা চালিয়ে সংগঠনের মিশন পরিপূর্ণ করার কথা বলা হয়েছে। যা দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থি।
মন্তব্য করুন