কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

পূজার জন্য সাজানো দেবি। ছবি : সংগৃহীত
পূজার জন্য সাজানো দেবি। ছবি : সংগৃহীত

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আগামী সোমবার (১৬ আগস্ট)। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করবে।

এদিকে শুভ জন্মাষ্টমী-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগরের সভাকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ আগস্ট) সংগঠন দুটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার সকাল আটটায় দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ। এরপর বিকেল ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণপূজা।

বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির তথা পলাশী মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এছাড়া ১৯ আগস্ট বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

ইসকনের অনুষ্ঠানমালা : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে ইসকন বাংলাদেশের উদ্যোগে চার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে রোববার (১৭ আগস্ট) পর্যন্ত ইসকন স্বামীবাগ আশ্রমে নানা অনুষ্ঠান হবে। এর মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তনমেলা, ধর্মীয় নাটকসহ বিবিধ অনুষ্ঠান রয়েছে।

১৪ আগস্টের অনুষ্ঠানমালায় থাকছে-সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত ৮টায় অধিবাস কীর্তন।

১৫ আগস্টের অনুষ্ঠানমালায় থাকছে-সকাল ১০টায় কীর্তনমেলা, বিকেল ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ আগস্টের (শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব) অনুষ্ঠানমালায় থাকছে- সকাল ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সকাল ১০টায় কীর্তনমেলা, বিকেল ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীকৃষ্ণলীলামৃত পাঠ এবং রাত ৯টায় মহাভিষেক (অন্তে অনুকল্প প্রসাদ)।

১৭ আগস্ট (শ্রীল প্রভুপাদ এর ১২৯তম শুভ আবির্ভাব তিথি) অনুষ্ঠানমালায় থাকছে- সকাল ৮টায় শ্রীল প্রভুপাদ গুণমহিমা, সকাল সাড়ে ১০টায় শ্রীল প্রভুপাদের অভিষেক ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২টায় ভোগ আরতি, দুপুর ২টায় মহাপ্রসাদ, বিকেল ৪টায় ভজন কীর্তন, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত ৮টায় শ্রীল প্রভুপাদ জীবনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পথ হারিয়ে ফেলেছেন’ নেতানিয়াহু

ভয়ংকর ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে নামছে বেলারুশ-রাশিয়া

ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সর্বপ্রথম কী সৃষ্টি করেছিলেন আল্লাহ তায়ালা

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস 

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরি, আবেদন করবেন যেভাবে

ছেলে মাদকাসক্ত, অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ভাবনায় ক্ষুব্ধ জর্ডান

১০

১৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু আজ

১২

আমাদের ৩ জন শেখ মুজিব রয়েছে : মির্জা গালিব

১৩

আরও গভীর হচ্ছে রাশিয়া-ইরান-চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক

১৪

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১৫

দুই শিক্ষার্থীসহ ৪ জনের প্রাণহানি, দুই গাড়িতে ছিল না ফিটনেস

১৬

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৭

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

২০
X