বিকেলে বাংলা নববর্ষ-১৪৩১ সালকে বরণ করবে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।
রোববার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
জাসাসকে ইতোমধ্যে এই বর্ষবরণ অনুষ্ঠানের মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ। জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী জাসাসের এই বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানে জাসাসের সাংস্কৃতিক নেতা ছাড়াও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন