কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বিদ্যুতের চলমান সংকট খুব সাময়িক’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পুরোনো ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পুরোনো ছবি

বিদ্যুতের চলমান সংকট খুব সাময়িক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি সমস্যা সবকিছু এককভাবে সমাধান সম্ভব নয়। কী করতে পারিনি, কী করা উচিত ছিল, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়নি। এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের সামর্থ্য যতটুকু ছিল, আমরা করার চেষ্টা করেছি। আর এসব কিছু করতে সময় লাগে, অর্থ লাগে, পরিকল্পনা লাগে।’

আজ শনিবার রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে ‘শতভাগ বিদ্যুতায়ন এবং অতঃপর?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের সঞ্চালনা করেন এডিটরস গিল্ডের সভাপতি মোজ্জামেল বাবু।

বৈঠকে নসরুল হামিদ বলেন, ‘মাঝের এই তিনটা বছর খারাপ পরিস্থিতি না এলে আমরা একটা ভালো পরিকল্পনার মধ্যে ছিলাম। এখন যে সংকটা দেখা যাচ্ছে, তা খুব সাময়িক। এত নিরাশ হওয়ার বিষয় নয়, ভবিষ্যতে আরও ভালো হবে। পরিস্থিতি আমরা নিয়ে আসছি দখলে। এখন কয়লা, গ্যাসও আসতেছে, বিদ্যুৎও ঠিক হবে। তবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, আশাবাদী হতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শতভাগ বিদ্যুৎ করলাম একেবারে কোভিডের সময়, তারপর চাহিদা বেড়ে গেল কিন্তু কোভিড তো ছিল। সব আমদানি বন্ধ ছিল। দুই-তিনটা বছর এ সেক্টরে কাজ বন্ধ ছিল। আমাদের পাইপলাইনগুলো আসেনি, ট্রান্সমিটারগুলো আসেনি। নিউক্লিয়ার পাওয়ার পিছিয়ে গেছে, সেই কারণে আমাদের গ্যাসভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট সবকিছু পিছিয়ে গেছে। এরপর আমরা যখন কোভিড থেকে বের হলাম, এলো ইউক্রেন যুদ্ধ। এর কারণে সব ইউরোপে ঝাঁপিয়ে পড়ল; আমরা যে সোর্স থেকে গ্যাস নিতাম, সেই সোর্সের ওপর। গ্যাসের দাম ৭০ ডলার হয়েছিল। বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়েছে। এমন অনেক কিছু ফেস করতে হয়েছে; যেমন এখন ফেস করছি। এ রকম যুদ্ধের মতো আমার ওপর দিয়েও যুদ্ধ গেছে।’

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে যে বিদ্যুৎ সমস্যা সৃষ্টি হয়েছে, তা পুরো অর্থনীতি ম্যানেজমেন্টের সমস্যার কারণে। একটা সরকারের আয় রাজস্ব, অথচ সেই রাজস্বই বাড়াতে পারিনি গত ১০ থেকে ১৫ বছরে। প্রতিবছরই ট্যাক্স টু জিডিপি ফেল করেছে। কারণ প্রক্রিয়াগত পদ্ধতিগত ওই জায়গাগুলোয় হাত দেয়নি। হাত না দিলে তো কাজ হবে না।

এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে আজাদ বলেন, ‘সরকার যদি সবার থেকে সঠিক ইনকাম ট্যাক্স পেত, তাহলে সরকারকে ভর্তুকি দিতে হতো না, এই ক্রাইসিসে পড়তে হতো না। এই জায়গাগুলোতে যদি হাত না দেওয়া হয়, শুধু জ্বালানি মন্ত্রণালয়কে দোষ দিয়ে লাভ নেই। আমরা স্বীকার করি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় কষ্ট করে চমৎকার কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের অর্থনীতির ক্ষত জায়গাটায় হাত দিতে হবে।’

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আমাদের দেশের ভেতর যে গ্যাস উৎসগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে প্রতিটি গ্যাসক্ষেত্র থেকে যে জ্বালানি উত্তোলন হবে, তা সব মিলিয়ে একটা লম্বা সময় জ্বালানি নিয়ে চিন্তায় থাকতে হবে না।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন, অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, পাওয়ার অ্যান্ড এনার্জির সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১০

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১১

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১২

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৩

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

১৪

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

১৫

বিএনপির প্রয়োজনীয়তা

১৬

ঢাকায় আবাসিক হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

১৭

ক্যানসার হাসপাতালকে প্রতিশ্রুতির ১ কোটি টাকা দিচ্ছে জামায়াত

১৮

ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, নতুন বিধান যুক্ত

১৯

হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা : রিজভী

২০
X