কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১২:১০ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ভোট দিতে পারছেন না হিরো আলম

বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হিরো আলম। ছবি : কালবেলা
বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হিরো আলম। ছবি : কালবেলা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজের ভোট দিতে পারবেন না স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো।

তিনি জন্মস্থান বগুড়ার ভোটার। সুতরাং ঢাকা-১৭ আসনের ভোটার না হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট দিতে পারবেন না তিনি। কেবল হিরো আলম নন, একাধিক প্রার্থী নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না বলে জানা গেছে।

নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যে কোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও ভোট দেওয়ার সুযোগ নেই। এদিকে সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরইমধ্যে ভোটগ্রহণ শুরুর দুঘণ্টা না পেরোতেই ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

হিরো আলম বলেন, আওয়ামী লীগের কর্মীরা আমাদের এজেন্টদের ওপর হামলা করেছে। তারা আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতেও দেয়নি। যারা আমাদের এজেন্টদের বের করে দিয়েছে, তাদের বুকে আওয়ামী লীগের ব্যাচ ছিল। নির্বাচনের শুরু থেকেই আওয়ামী লীগ আমার ওপর আক্রমণ করছে।

এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, এমন পরিবেশ যদি হয়- এজেন্টদের বের করে দেওয়া হয়, তার মানে তারা নিজেরাই ব্যালট মারবে (সিল), তাছাড়া এজেন্ট কেন বের করে দেওয়া হবে? এখন নির্বাচন সুষ্ঠু হবে কী না, আপনারা দেখার অপেক্ষায় থাকুন সবাই।

এ সবাই হিরো আলম বলেন, আমাদের এজেন্ট যতই বের করে দিক, আমরা শেষ পর্যন্ত থাকব। নির্বাচনের ফলাফল কি হয় সেটা দেখব।

এদিকে সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জন করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞাঁ। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা আবারও প্রমাণিত। তাই আমি এই নির্বাচন বর্জন করলাম।’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি দিয়ে জবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ

২৮ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০৭ কোটি টাকার ঋণ খেলাপী / আসিফ এপারেলসের এমডিসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শহীদ আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক

বুজতেছি না এ সরকার কি আমাদের, নাকি কাদের: ইব্রাহীম

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

১০

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

১১

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

১২

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

১৩

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

১৪

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

১৫

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

১৬

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১৭

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১৮

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১৯

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

২০
X