দৈনিক কালবেলা অনলাইনে ‘স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মেলন শুক্রবার’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির বর্তমান কমিটি।
মঙ্গলবার (২১ মে) পাঠানো এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, গত ২০ মে ‘স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মেলন শুক্রবার’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেননা, গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ সালে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৩য় ‘দ্বি-বার্ষিক’ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে সভাপতি মোহাম্মদ আককাছ আলী আকাশ ও সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুলকে নির্বাচিত করা হয়।
বর্তমান কমিটি, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের গঠনতন্ত্রের ধারা-২০, ধারা-২০ এর (গ), ধারা-২৫ এর উপধারা (ক), ধারা-২৬, ধারা-২৭ অমান্য, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও আঞ্চলিকতার কারণে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজনকে সংগঠন থেকে বহিষ্কার করে। বহিষ্কৃত সাবেক নেতারা ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্য নিয়ে বিশৃঙ্খলা তৈরির লক্ষ্যে, সম্মেলনের নামে পরিবেশ নষ্ট ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সুনাম নষ্ট করার অপপ্রচেষ্টা চালাচ্ছে।
মন্তব্য করুন