কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ বরেণ্য শিল্পীদের স্মরণ

শিল্পকলা অ্যাকাডেমিতে বরেণ্য শিল্পী ও গুণীজনদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
শিল্পকলা অ্যাকাডেমিতে বরেণ্য শিল্পী ও গুণীজনদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

দেশের ৬২ জন মনীষীদের জীবন ও কর্মের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির।

প্রথম দিনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক বাংলাদেশের বরেণ্য শিল্পী ও গুণীজনদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয় বিশ্ব বরেণ্য শিল্পী এস এম সুলতান ও কাইযুম চৌধুরীকে স্মরণের মধ্য দিয়ে। শুক্রবার (২৪ মে) প্রথম পর্বে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে ‌‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক স্মরণ অনুষ্ঠান শুরু হয়।

বিশ্ব বরেণ্য শিল্পী এস এম সুলতান তার আঁকা ছবিতে লিখেছেন, যাদের নিয়ে আঁকি, যাদের জন্য আঁকি সেই কামার, কুমার, কৃষক, জেলে ও অন্যান্য শ্রমজীবী মানুষ সেই ছবি দেখতে পায় না। বড়লোকের ড্রইংরুম সাজানোর জন্য ছবি আঁকা আমার উদ্দেশ্য নয়। ‘সাংস্কৃতিক বিপ্লব ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে এস এম সুলতানের জীবন ও নন্দনতত্বের প্রাসঙ্গিকতা’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী।

আলোচনা করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ । সভাপতিত্ব করেন অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, শিল্পী এস এম সুলতান যে নৌকাটি ব্যবহার করেছেন, চিত্রা নদীর সেই ঘাটে হুবহু সেই নৌকার মতো দেখতে নৌকা আমরা বানাতে চাই। যাতে শিশু তাতে করে আনন্দ করতে পারে। এছাড়া শিশু স্বর্গকে তার সেই সময়ে ফিরিয়ে নিতে এরই মধ্য অনেক উদ‌্যোগ গ্রহণ করা হয়েছে।

আয়োজনের ২য় পর্বে বরেণ্য শিল্পী কাইযুম চৌধুরী স্মরণে ‘কাইয়ুম চেীধুরী নান্দনিক শিল্পের রূপকার’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মামুন কায়সার। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক মইনুল হোসেন জাবের। এ পর্বে সভাপতিত্ব করেন নন্দনতত্ববিদ বুলবন ওসমান। বিকেলে উপমহাদেশের বরেণ্য ব্যক্তিত্ব ওস্তাদ আয়েত আলী খান এর উপর ‘ওস্তাদ আয়েত আলী খান: জীবন ও কর্ম’ প্রবন্ধ পাঠ করেন সেতার শিল্পী ও সংগীত গবেষক অধ্যাপক রীনাত ফওজিয়া। আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান ।

সভাপতিত্ব করেন অ্যাকাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। ২য় পর্বে ওস্তাদ আলী আকবর খান এর উপর ‘মুকুটবিহীন সুরসম্রাট ওস্তাদ আলী আকবর খান’ প্রবন্ধ পাঠ করেন লেখক, গবেষক, সাংবাদিক ও নাট্য নির্মাতা ইরানী বিশ্বাস। আলোচক হিসেবে ছিলেন সঙ্গীত পরিচালক এজাজ ফারাহ্। আলোচকরা বলেন, সুর ও সঙ্গীতের জগতে তারা যে অনন্য মাত্রায় পৌঁছেছেন, তাতে করেই এই বাংলা ভাষাভাষী অঞ্চল তথা উপমহাদেশের সঙ্গীত অঙ্গণে স্মরণীয় হয়ে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১০

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১১

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১২

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১৩

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১৪

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৫

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৬

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৭

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৯

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

২০
X