কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রশাসনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রশাসনের ভূমিকা শীর্ষক সেমিনার ও কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রশাসনের ভূমিকা শীর্ষক সেমিনার ও কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রশাসনের ভূমিকা শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিসিএস প্রশাসন একাডেমিতে একাডেমির রেক্টর (সচিব) ড. ওমর ফারুকের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ।

সেমিনারে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট ও প্রযুক্তিগত দক্ষ সেবানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে হবে। জনপ্রশাসনের সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত সুস্থতার সঙ্গে জনগণকে সেবা দেওয়া যায়। স্মার্ট প্রশাসন গঠন করতে পারলে জনপ্রশাসন ক্ষেত্রে নীরব বিপ্লব ঘটবে ফলে একটি স্মার্ট বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে জনগণের জন্য স্মার্ট সেবা প্রদান করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমাদের অনেক কাজ সহজ ও সরলীকরণ হয়েছে। আমরা প্রযুক্তির ব্যবহার সব ক্ষেত্রে আরও বৃদ্ধি করে প্রযুক্তিনির্ভর ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো।

এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ বলেন, স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে জন্য প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের চতুর্থ শিল্পবিপ্লবের দিকে যেতে হবে। এই বিপ্লব তথ্যপ্রযুক্তিনির্ভর একটি অর্থনৈতিক ও সামাজিক বিপ্লব। আমরা বলছি, সব ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। জনপ্রশাসনে তরুণদের প্রযুক্তি নির্ভর ও দক্ষ হয়ে উঠতে হবে। এসব কর্মী বাহিনী নিয়ে জনপ্রশাসন স্মার্ট সেবা দিয়ে জনগণের স্মার্ট বাংলাদেশের নাগরিকদের সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এনএম জিয়াউল আলম বলেন, আমাদের স্মার্ট বাংলাদেশ ভিশনের লক্ষ্যমাত্র অর্জন করার জন্য আগামী দিনে যারা নেতৃত্ব দেবে। তাদের আরও প্রযুক্তি নির্ভর করে উঠতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের বিশ্বে আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সেই ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ লক্ষ্যমাত্রা পূরণ করে। আজ আমরা একটি নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ না করতে পারলেও আমরা নতুন ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছি যাতে পুরোন ভিশনের যে সব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারিনি তা আমাদের এই নতুন লক্ষ্য মাত্রার সঙ্গে পূরণ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিসিএস একাডেমির রেক্টোর মো. ওমর ফারুক বলেন, জনপ্রশাসনের সেবা সহজ ও সরলীকরণ করে করার জন্য আমাদের প্রযুক্তির ব্যবহার করা জরুরি। প্রযুক্তি ব্যবহারে মানুষকে আরও দক্ষ হতে হবে। আমরা যেন প্রযুক্তিতে ব্যবহার করি, প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তেই কপাল পুড়ল বাংলাদেশের

পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ, মায়ের দাবি হত্যা

হার্ট ব্লকের ঝুঁকিতে যারা

দিল্লি বিমানবন্দরে অবতরণে বাধা, ঘুরিয়ে দেওয়া হলো ১৫ ফ্লাইট

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ল বিমান, পাইলটও নিহত

ঝোপে পড়ে থাকা ড্রাম খুলতেই দেখা গেল লোমহর্ষক দৃশ্য

ট্রান্সপোর্ট বিভাগে নিয়োগ দিচ্ছে গাজী গ্রুপ

ভারতে পাথরচাপায় বাসের ১৮ যাত্রী নিহত

১০

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১১

চোরাই মোবাইল উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা

১২

১২ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

সকালে খালি পেটে পানি পানের ৯ উপকারিতা

১৪

বেড়েছে যমুনার পানি

১৫

স্বপ্নভরা ছেলেটি আজ মাটির নিচে, মাদকবিরোধী রামেল হত্যায় স্তব্ধ গ্রাম

১৬

সাতক্ষীরার ‘বিতর্কিত’ মেডিকেল অফিসারকে মেহেরপুরে বদলি

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

আউটলেট ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আগোরা

১৯

স্ত্রী তালাক দেওয়ায় আব্দুর রহিমের কাণ্ড

২০
X