শ্রী চিত্ত রঞ্জন মজুমদারকে সভাপতি, শ্রী দ্বীপেন্দ্র নাথ চ্যাটার্জীকে সাধারণ সম্পাদক ও শ্রী বাবুল চন্দ্র দেবনাথকে কোষাধ্যক্ষ করে ২৮ সদস্যবিশিষ্ট শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন উপলক্ষে শনিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এক ভক্তসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ২৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।
শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক শ্রী দ্বীপেন্দ্র নাথ চ্যাটার্জীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট তাপস কুমার পালের সঞ্চালনায় ভক্ত সমাবেশে উপস্থিত ছিলেন শ্রী জীতেন্দ্র লাল ভৌমিক, শ্রীমতি রীতা চক্রবর্ত্তী, শ্রী অনিল চন্দ্র নাথ, শ্রী চিত্ত রঞ্জন মজুমদার, শ্রী নিম চন্দ্র ভৌমিক, শ্রী স্বপন কুমার সাহা, শ্রী সুব্রত চৌধুরী, শ্রী জয়ন্ত সেন দীপু, শ্রী মিলন কান্তি দত্ত, শ্রী বীরেশ চন্দ্র সাহা, শ্রী বাসুদেব ধর, শ্রী শৈলেন্দ্র নাথ মজুমদার, শ্রী মনীন্দ্র কুমার নাথ, শ্রী জয়ন্ত কুমার দেব, শ্রী নির্মল কুমার চ্যাটার্জী, শ্রী চন্দ্রনাথ পোদ্দার, শ্রী নারায়ন চন্দ্র সাহা, শ্রী কিশোর রঞ্জন মন্ডল, শ্রী রমেন্দ্র নাথ মন্ডল, শ্রী দেবপ্রিয় ভট্টাচার্য, শ্রী দিলীপ দাস গুপ্ত, শ্রী পি কে চৌধুরী, শ্রী সুবল সাহা, অ্যাডভোকেট জগদীশ সরকার, শ্রী অসীত বরণ অধিকারী, শ্রী অশোক মাধব রায়, শ্রী পান্না লাল দত্ত, শ্রী দীপক সরকারসহ শত শত ভক্তমণ্ডলী।
আরও পড়ুন : কুষ্টিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভায় শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কমিটি উপস্থাপন করা হয় এবং তা ভক্ত সভায় সর্বসম্মতভাবে ধ্বনিভোটে অনুমোদিত হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- শ্রী অনিল চন্দ্র নাথ, শ্রী চিত্ত রঞ্জন সরকার, শ্রী নিম চন্দ্র ভৌমিক, শ্রী স্বপন কুমার সাহা, শ্রী সুব্রত চৌধুরী, শ্রী কানুতোষ মজুমদার, শ্রী জয়ন্ত সেন দীপু, শ্রী কাজল কান্তি দেবনাথ, শ্রী মিলন কান্তি দত্ত, শ্রী জীতেন্দ্র লাল ভৌমিক, শ্রী বীরেশ চন্দ্র সাহা, শ্রী বাসুদেব ধর, শ্রী শৈলেন্দ্র নাথ মজুমদার, শ্রী মনীন্দ্র কুমার নাথ, শ্রী সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, শ্রী মঙ্গল চন্দ্র ঘোষ, শ্রী জয়ন্ত কুমার দেব, শ্রী তাপস কুমার পাল, শ্রী নির্মল কুমার চ্যাটার্জী, শ্রী চন্দ্রনাথ পোদ্দার, শ্রী নারায়ণ চন্দ্ৰ সাহা, শ্রী শ্যামল কুমার রায়, শ্রী কিশোর রঞ্জন মন্ডল, শ্রী রমেন্দ্র নাথ মন্ডল ও শ্রীমতি রীতা চক্রবর্ত্তী।
সভা শেষে চট্টগ্রামের শঙ্কর মঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের ভক্ত, শুভানুধ্যায়ী ও দেশের কল্যাণে প্রার্থনা করে মায়ের আশীর্বাদ কামনা করেন।
মন্তব্য করুন