মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শিশুস্বাস্থ্য সুরক্ষায় স্কুলে তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়ন দরকার

শিশুস্বাস্থ্য সুরক্ষায় স্কুলে তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়ন দরকার
গ্রাফিক্স : কালবেলা

প্রায়ই দেখা যায়, স্কুল প্রাঙ্গণে ধূমপানের ধোঁয়া নতুন প্রজন্মকে গ্রাস করছে। কিশোর-কিশোরীরা নীরবে তামাক আসক্তির দিকে ধাবিত হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। গ্লোবাল ইয়ুথ টোব্যাকো সার্ভে (২০১৩) অনুযায়ী, দেশের স্কুলগামী কিশোর-কিশোরীদের মধ্যে তামাক ব্যবহার একটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ১৩ থেকে ১৫ বছর বয়সী ছেলেদের ৯.২ শতাংশ এবং মেয়েদের ২.৮ শতাংশ ধূমপান করে, আর একই বয়সের ছেলেদের ৬.২ শতাংশ ও মেয়েদের ২.৯ শতাংশ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে। এছাড়া একই বয়সী শিক্ষার্থীদের মধ্যে ৫৯ শতাংশ পাবলিক স্থানে এবং ৩১.১ শতাংশ বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার হন।

অন্য একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ঢাকার আশপাশের স্কুলে পড়া শিশুদের মুখের লালায় উচ্চমাত্রায় নিকোটিন পাওয়া গেছে (কামরান এট এল, ২০২৪)—যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। এখন সময় এসেছে শিশু ও কিশোরদের মধ্যে তামাক ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

বিশ্বব্যাপী বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে কিশোরদের মধ্যে তামাক ব্যবহার বেড়েই চলেছে। বিশেষ করে ই-সিগারেট ও অন্যান্য নতুন ধরনের তামাক পণ্যের আগ্রাসন এই সংকটকে আরও জটিল করেছে। আকর্ষণীয় গন্ধ, রং ও ডিজাইনের মাধ্যমে এসব পণ্য কিশোরদের সহজেই আকৃষ্ট করছে। এগুলো কেবল সাময়িক আনন্দ দেয় না, বরং দীর্ঘমেয়াদে শারীরিক সুস্থতা, মনোযোগ ও শিক্ষাজীবনে গভীর প্রভাব ফেলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক (অক্টোবর ২০২৫) প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে অন্তত ১৩-১৫ বছর বয়সী ১ কোটি ৫০ লাখ কিশোর বর্তমানে ই-সিগারেট ব্যবহার করছে। উদ্বেগের বিষয় হলো, কিশোররা প্রাপ্তবয়স্কদের তুলনায় গড়ে ৯ গুণ বেশি ই-সিগারেট ব্যবহার করছে। এটি মোটেও অপ্রত্যাশিত নয়, কারণ তামাক কোম্পানিগুলো শিশু ও তরুণদের লক্ষ্য করে ডিজিটাল মাধ্যমে আগ্রাসী বিপণন চালাচ্ছে।

স্কুলে তামাক ব্যবহারের অন্যতম প্রধান কারণ হলো সহজলভ্যতা। গ্লোবাল ইয়ুথ টোব্যাকো সার্ভে ২০১৩ অনুযায়ী, ধূমপায়ী কিশোরদের প্রায় অর্ধেকই দোকান থেকে সহজেই তামাক পণ্য কিনতে পারে, যদিও তাদের কাছে বিক্রয় আইনত নিষিদ্ধ। এছাড়াও প্রায় ৭০ শতাংশ কিশোর কোনো না কোনোভাবে তামাকের বিজ্ঞাপন বা প্রচারণার মুখোমুখি হয়, যা তাদের আগ্রহ বাড়িয়ে দেয়। তবে ইতিবাচক দিক হলো, ধূমপায়ী কিশোরদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ ধূমপান ছাড়তে চায়, কিন্তু তারা পর্যাপ্ত সহায়তা পায় না। এসব তথ্য ইঙ্গিত করে যে, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকাকে তামাকমুক্ত না করলে নতুন প্রজন্মকে আসক্তি থেকে রক্ষা করা সম্ভব নয়।

তামাক ব্যবহারের প্রভাব বহুমাত্রিক। স্বাস্থ্যগতভাবে এটি ফুসফুস ও শ্বাসনালীর রোগ, হৃদরোগ এবং বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি, শিক্ষার ক্ষেত্রেও এর প্রভাব গভীর— ঘুমের মান নষ্ট হয়, মনোযোগ কমে ও শিক্ষার অগ্রগতি ব্যাহত হয়। দীর্ঘমেয়াদে এ সমস্যা সমাজ ও অর্থনীতিতেও আঘাত হানে। শিশুদের অসুস্থতা ও চিকিৎসা ব্যয় বাড়ায়, ভবিষ্যতের উৎপাদনশীলতা কমে যায়, যা জাতীয় অর্থনীতির জন্যও ক্ষতিকর।

এই বাস্তবতায় এখনই প্রয়োজন কার্যকর নীতি ও কঠোর প্রয়োগ। প্রথমত, স্কুল প্রাঙ্গণ ও তার আশপাশে ১০০ গজের মধ্যে তামাক বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, কিশোরদের জন্য নিয়মিত সচেতনতা ও শিক্ষামূলক কর্মসূচি চালানো জরুরি— যেমন অ্যাসেম্বলিতে তামাকের ক্ষতি নিয়ে আলোচনা, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ এবং ধূমপানবিরোধী ক্লাব গঠন। তৃতীয়ত, শিক্ষক ও কর্মচারীদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে ধূমপান না করা, যাতে তারা শিক্ষার্থীদের কাছে ইতিবাচক রোল মডেল হন। চতুর্থত, পরিবার, অভিভাবক ও স্থানীয় সম্প্রদায়কে যুক্ত করতে হবে— কারণ শিশুদের আচরণে পারিবারিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া, সরকারকে তামাক বিক্রি, বিজ্ঞাপন ও প্রোমোশন নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে এবং কিশোরদের জন্য ন্যূনতম ক্রয়যোগ্য বয়স কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সিভিল সোসাইটির সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়।

তামাকমুক্ত স্কুল কেবল একটি নীতি নয়— এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অঙ্গীকার। আজই পদক্ষেপ নিলে আমরা শুধু শিশুদের আসক্তি থেকে রক্ষা করব না, বরং একটি স্বাস্থ্যবান, সচেতন ও নিকোটিনমুক্ত প্রজন্ম গড়ে তুলতে পারব।

লেখক : বিভাগীয় প্রধান, রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীকে নয়, অপরাধীকে দায়ী করুন

শ্যামা পূজা পরিদর্শন করলেন প্রিন্স

চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন

দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা

বিএনপি ক্ষমতায় গেলে ৬ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে : এসএম জাহাঙ্গীর

ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ১৭

নানা দাবিতে এইচএসসি উত্তীর্ণদের একাংশের আন্দোলনের ডাক

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার 

পীর সাহেব মধুপুর / কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণবিস্ফোরণ ঘটবে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা : জড়িতদের নিয়ে যা বললেন বিএনপি নেতা

১০

‘বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়’

১১

বিমানবন্দরের আগুনে পুড়ল ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল

১২

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৩

বরগুনায় সওজ শ্রমিকদের তিন দিনব্যাপী কর্মসূচি

১৪

পুঁজিবাজারে যুক্ত হচ্ছে জেলা-উপজেলা প্রশাসন

১৫

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের বৈঠক

১৬

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিভাগীয় কাবাডি চ্যাম্পিয়ন

১৭

টেকসই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরাই আশার আলো : চসিক মেয়র

১৮

এস আলমের শতাধিক কোম্পানির ৫১৩ কোটি শেয়ার জব্দ

১৯

খুবিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে শিক্ষার্থীদের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী

২০
X