বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভক্ত ও পূজারিদের শ্যামা পূজা উপলক্ষে দীপাবলীর শুভেচ্ছা জানান।
সোমবার (২০ অক্টোবর) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় শ্মশানে এ শ্যামা পূজা পরিদর্শন করেন তিনি।
এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, আলোর উৎসব দীপাবলি বা কালীপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়— হিন্দু ধর্মে এটি আনন্দ, শুভ শক্তি এবং ভালোবাসার প্রতীক। দীপাবলি যেন আপনাদের সবার জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য-সমৃদ্ধি বয়ে আনুক, আপনাদের জীবনের সঙ্গে আমাদের হালুয়াঘাটকে আলোকিত করে— এই কামনা করি।
তিনি কেন্দ্রীয় শ্মশানে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য মন্টি সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা জয়দেব দত্ত, উপদেষ্টা অশোক সরকার অপু, নরেশ চন্দ্র সরকার, পূজা উদযাপন কমিটির বর্তমান সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক সঞ্জয় সরকার বক্তব্য রাখেন।
মন্তব্য করুন