চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘টেকসই বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন দেশপ্রেম, সততা ও প্রজন্মান্তরে জ্ঞানের উত্তরাধিকার রক্ষা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব দেবে।’
সোমবার (২০ অক্টোবর) নগরীর মেহেদীবাগে অবস্থিত ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে (আইজিএমআইএস) নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘সাস্টেইনেবিলিটি মানে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং সমাজ, শিক্ষা, চিকিৎসা—সবক্ষেত্রে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা। আমরা চাই এমন একটি প্রজন্ম, যারা নিজেদের মেধা ও দক্ষতাকে দেশের সেবায় লাগাবে।’
চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগের কথাও তুলে ধরেন মেয়র শাহাদাত।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে হালিশহরে বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের একটি প্রকল্প শুরু করেছি, যা দেশের প্রথম। এতে ময়লাকে সম্পদে রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
তিনি জানান, চসিক পরিচালিত বিদ্যালয়গুলোতে হেলথ স্কিম চালু করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে। ‘মশাবাহিত রোগ প্রতিরোধে আমাদের ছোট ছোট অভ্যাস—যেমন ময়লা যথাস্থানে ফেলা ও প্লাস্টিকে জমে থাকা পানি সরিয়ে ফেলা—ব্যাপক পরিবর্তন আনতে পারে’ বলেন তিনি।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের পথপ্রদর্শক। আমরা ’৯০-এর দশকে রাজপথে নেমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। এখন সেই চেতনা ও মূল্যবোধ ধরে রাখার দায়িত্ব তোমাদের কাঁধে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইজিএমআইএস-এর প্রিন্সিপাল জাকির হোসেন, ভাইস প্রিন্সিপাল পুষ্প কান্তি বর্মা, শিক্ষক এস এম পারভেজসহ প্রতিষ্ঠানটির অন্য শিক্ষকরা।
মন্তব্য করুন