মো. জাহাঙ্গীর হোসেন পাইক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘এক বছরের সাফল্যগাথা : বাউবি উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব’

বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহি ও আধুনিকায়ন। তার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্ব একদিকে যেমন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে করেছে গতিশীল, অন্যদিকে আন্তর্জাতিক সহযোগিতা ও কর্মসংস্থানমূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বহুগুণে বাড়িয়েছে।

গত এক বছরে (২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর) তার নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো—

শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা

সার্টিফিকেট জালিয়াতি ও আর্থিক অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, নকলমুক্ত পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ এবং ই-টেন্ডারিং প্রবর্তনের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। স্থগিত গৃহঋণ পুনর্বহাল ও বাস্তবায়ন পদক্ষেপ শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে।

অবকাঠামো ও আঞ্চলিক সম্প্রসারণ

পাইকগাছা ও শরণখোলা স্থবির উপ-আঞ্চলিক কেন্দ্র সচলকরণ, মেহেরপুরে জমি প্রাপ্তি, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও যশোর আঞ্চলিক কেন্দ্রের অসমাপ্ত কাজ সমাপ্ত হয়েছে। এ ছাড়া ১২টি উপ-আঞ্চলিক কেন্দ্রের জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান।

যুব উন্নয়ন ও কর্মসংস্থান

EARN Project-এর মাধ্যমে এক লক্ষ NEET যুবকের কর্মসংস্থান সহায়তা, HEAT Project-এ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, Blended TVET বাস্তবায়ন এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় SSC (কারিগরি) প্রোগ্রাম চালু হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

শিক্ষার্থীবান্ধব উদ্যোগ

প্রবাসী শিক্ষার্থীদের জন্য সৌদি আরব, কাতার, দুবাই, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় পরীক্ষা ও টিউটরিং, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ফি মওকুফ ও নিরাপদ আশ্রয়, শিক্ষার্থী সেবার উন্নয়নে একাধিক কর্মশালা আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতা

নাইজেরিয়া, আফগানিস্তান, চীনসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা; ভারত, নেপাল ও চীনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ; বিদেশে প্রবাসী শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ও টিউটরিং সুবিধা নিশ্চিতকরণ উল্লেখযোগ্য সাফল্য।

গবেষণা ও একাডেমিক অগ্রগতি

এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য কর্মশালা, ‘রিসার্চ ক্যাম্পিং-২০২৫’, কৃষি গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে যৌথ সেমিনারসহ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

প্রশাসনিক ও সাংগঠনিক পদক্ষেপ

আধুনিক অফিস ব্যবস্থাপনা, মিডিয়া সেন্টারের আধুনিকায়ন, ‘শিক্ষা চ্যানেল’ সম্প্রচার, মেধাস্বত্ব অধিকার রক্ষায় প্রশিক্ষণ, পরিচ্ছন্নতা ও নিরাপদ গাড়ি চালনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সক্ষমতা বাড়িয়েছে। ‘BAC Standards, BNQF and OBE Curriculum’ শীর্ষক সেমিনার। ‘হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ। বাউবি ও ইউনিসেফের যৌথ প্রকল্পের ওপর যুব সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে ইউনিসেফের সঙ্গে সমন্বিত কৌশলগত সভা।

জাতীয় ও সাংস্কৃতিক কার্যক্রম

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, মহান বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি ও পয়লা বৈশাখ বর্ণাঢ্য উদযাপন, প্রথমবারের মতো অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ এবং প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম শমশের আলীকে প্রফেসর ইমেরিটাস উপাধিতে ভূষণ বিশেষ তাৎপর্য বহন করে।

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ

‘জুলাই গণঅভ্যুত্থানে’ আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ ‘জুলাই জাগরণী’ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েই প্রথম স্থাপন করা হয়।

জাতীয় ও আন্তর্জাতিক সমঝোতা

NSDA, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, বিপসট ও সোনালী ব্যাংকের সঙ্গে বিভিন্ন সমঝোতা ও চুক্তি স্বাক্ষর হয়েছে।

মানবিক উদ্যোগ

উপাচার্যের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে বৈঠক, নকল প্রবণতা রোধে কঠোর ব্যবস্থা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও সুনাগরিক তৈরির প্রচেষ্টা প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা দিয়েছে। এ ছাড়া উপাচার্য ৭৫ বছর বয়সে বিএ পাস কৃষক সাদেক আলীকে সংবর্ধনা প্রদান করেন, যা ইতোমধ্যে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে এবং সর্বসাধারণের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সংস্থার সদস্য নির্বাচিত

বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউকে চ্যারিটি কমিশনের আওতাধীন এসিইউ (ACU) ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ কাউন্সিলের সদস্যপদ লাভ।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের প্রজ্ঞাময় নেতৃত্বে গত এক বছরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আধুনিক, শিক্ষার্থীবান্ধব ও আন্তর্জাতিক সহযোগিতামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবনের জন্য উপাচার্য মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিশ্বাস করি, তার দিকনির্দেশনায় বাউবি আরও এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।

লেখক : মো. জাহাঙ্গীর হোসেন পাইক, যুগ্ম পরিচালক, তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউবি

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর লুটের মূলহোতা সাহাবউদ্দিন কারাগারে

দুবাইয়ে লটারিতে ৩৪ লাখ টাকা জিতলেন বাংলাদেশি রাশেদ

টসের সময় হাত মেলাননি ভারত-পাকিস্তানের অধিনায়ক

নতুন বেতন কাঠামো ‘বড় সুখবর’ দিলেন কমিশনের চেয়ারম্যান

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার নাকসু নির্বাচন খসড়া গঠনতন্ত্র প্রকাশ

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর জন্য নতুন মুখ খুঁজছেন নির্মাতা

‘হাসিনকে বিয়ে করা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল’

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

বন্যা ও প্লাবন নিয়ে সতর্কবার্তা

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সহযোগিতা করবে বিএনপি

১০

আশুলিয়ায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার

১১

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন শামি

১২

বিএম কলেজ ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ

১৩

৯ দাবিতে অবস্থান, ভিসির আশ্বাসে ফিরলেন যবিপ্রবির শিক্ষার্থীরা

১৪

বৃষ্টি-উজানের ঢলে ফুঁসছে তিস্তা, বন্যার আশঙ্কা

১৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন, হবে জাতির নবজন্মের মহোৎসব : প্রধান উপদেষ্টা

১৬

যে ৫ অভ্যাস নীরবে আপনাকে সবার প্রিয় করে তুলবে

১৭

সংগঠন পুনর্গঠনের কথা ভাবছে বাগছাস

১৮

মাউশিতে ৪ শতাধিক শিক্ষা ক্যাডারের স্মারকলিপি

১৯

রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নাম্বার প্রকাশ, প্রার্থী ৩০৬ জন

২০
X