ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত শপথ নিয়েছেন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন তিনি।
আরও পড়ুন : বন্ধের দিন বড় সমাবেশ করার আহ্বান ডিএমপি কমিশনারের
বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, হুইপ ইকবালুর রহিম প্রমুখ।
আরও পড়ুন : সরকারি চাকরিজীবীদের উদ্দেশে যা বললেন ফখরুল
গত ১৭ জুলাই অনুষ্ঠিত এ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ এ আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হন। স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম) পান ৫ হাজার ৬০৯ ভোট।
মন্তব্য করুন