ভারমুক্ত হলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি এবার ভারপ্রাপ্ত থেকে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পেলেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাচ্চুকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি।
এরমধ্য দিয়ে দীর্ঘ একবছর ভারপ্রাপ্ত থাকার পর পূর্ণ দায়িত্ব পেলেন তিনি। আগামী সম্মেলন পর্যন্ত সভাপতি হিসেবে এই দায়িত্ব পালন করবেন তিনি।
গাজী মেজবাউল হোসেন সাচ্চু কালবেলাকে বলেন, আমাকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব অর্পণ করায় তার কাছে চিরকৃতজ্ঞ। আমি নিজের জীবন দিয়ে হলেও ন্যায় এবং নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করবো। স্বেচ্ছাসেবক লীগ আগের চেয়ে আরো শক্তিশালী হবে।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের অকাল মৃত্যুতে সংগঠনের সাচ্চু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান গতবছরের জুলাই মাসে।
মন্তব্য করুন