দেশ ও জনগণের কল্যাণে এই বিজয়কে সুসংহত করতে হবে জানিয়েছেন, খেলাফত মজলিসের নেতারা। তারা বলেন, রাষ্ট্রের সম্পদ ও জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করতে হবে। সব খুনির বিচার কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন দলটির নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।
দলটির নেতারা উদ্বেগের সঙ্গে বলেন, ছাত্র-জনতার বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। পরাজিত শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির নানা অপচেষ্টায় লিপ্ত। ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তা মোকাবিলা করতে হবে। অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিহত করতে হবে, মিথ্যাকে সত্য দিয়ে মোকাবিলা করতে হবে।
সভায় বলা হয়, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। দ্রুততম সময়ের মধ্যে তা পুনরুদ্ধারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয় সব ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধন, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংক ঋণ সহজীকরণ এবং রেমিট্যান্স আয়, ক্ষতিগ্রস্ত ফ্রিল্যান্সিং, আইটি ও রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পকে প্রণোদনা দেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সব জিনিস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা জোরদারের আহ্বান জানাচ্ছি।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন- নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, ডা. এএ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, অধ্যাপক এএসএম খুরশিদ আলম, আবদুল মজিদ সিরাজুল ইসলাম, অধ্যাপক আহমদ আসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আবু সালেহীন।
আরও উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুববিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, আফতাব উদ্দিন আহমদ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মাহফুজুর রহমান, মুফতি আবদুল হামিদ, ডা. আবদুর রাজ্জাক, জিল্লুর রহমান, জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ডা. বোরহান উদ্দিন সিদ্দিকী, শায়খুল ইসলাম, আবু আদিবা, আজিজুল হক, নুর হোসেন, সাইফুদ্দিন আহমদ খন্দকার, নেহাল আহমদ, আবু সালমান, আবুল হোসেন, আজিজুল হক প্রমুখ।
মন্তব্য করুন