কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ভাটারায় ৭ শহীদ পরিবার

প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দিতে হবে : সেলিম উদ্দিন

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের প্রত্যেককে জাতীয় বীর হিসেবে ঘোষণার দাবি জানিয়ে শহীদ পরিবারগুলো থেকে প্রতি পরিবারের একজনকে চাকরি অথবা ব্যবসার ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৭ শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা তাদের আপনজনকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন মেয়েকে হারিয়েছেন এজন্য তাদের যেন কষ্টে দিনাতিপাত করতে না হয়। এ ব্যাপারে রাষ্টের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে যারা বেশি অসুস্থ প্রয়োজনে তাদের দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, আমরা আমাদের ছাত্রমাজকে ধন্যবাদ জানাই তারা সাহসীকতার সাথে এই দেশের ও জাতির মুক্তির জন্য তারা শুধু কোটা সংস্কার চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তারা ন্যায় বিচার চেয়েছে। তাদের স্লোগান হলো ‘উই ওয়ান্ট জাস্টিস’। তারা বলেছে, বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।

মহানগরী এ আমির বলেন, বাংলাদেশের সব জায়গায় অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ঘর থেকে শুরু করে গ্রাম-মহল্লায় সালিশের ক্ষেত্রেও যার টাকার জোর আছে- তিনি টাকা দিয়ে ন্যায় বিচারকে হরণ করেন। এখন সবাইকে সজাগ হতে হবে। ঘর থেকে শুরু করে পাড়া-মহল্লা এমনকি বঙ্গভবন পর্যন্ত কোথাও কোনো বৈষম্য চলবে না। আর কোথাও কোনো অবিচার চলবে না। আর কোনো ঘুষের লেনদেন চলবে না। ঘুষ কেউ দেবেও না, আর ঘুষ যদি কেউ চায়-তাকে উচিত শিক্ষা দেবেন।

আমরা সরকারের কাছে দাবি জানাব আপনারা স্থিতিশীল হন উল্লেখ করে তিনি বলেন, যে নতুন সরকার আসবে তার কাছেও আমাদের দাবি থাকবে বাংলাদেশের শিক্ষাঙ্গন গুলোকে বাণিজ্যমুক্ত করতে হবে। লেখাপড়ার খরচ কমিয়ে ন্যূনতম করতে হবে। যাতে করে আমাদের গরিব মানুষদের কোনো অসুবিধা না হয়।

ছাত্রসমাজ বাস-ট্রেন, বিমান যে যানবাহনে চলাচল করবে, সেগুলোতে তাদের জন্য বিশেষ ছাড় রাখতে হবে উল্লেখ করে আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ছাত্র সমাজই আগামী দিনের বাংলাদেশের চালিকাশক্তি। আগামী দিনের বাংলাদেশ হচ্ছে আমাদের ছাত্রসমাজ। এই দেশের কোনো মহল যাতে তাদের প্রতি কোনো ধরনের অপমান, অপদস্ত, হয়রানি ও অন্যায় করতে না পারে সেজন্য সংসদে আইন পাস করতে হবে।

শহীদ পরিবারগুলোর উদ্দেশে মহানগরী আমির বলেন, একযোগে গোটা বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতি ইতিহাসে আর কখনো হয়নি। ঘরে ঘরে কান্না। গোটা দেশ শোকাবহ। এতে যারা শহীদ হয়েছেন তারা তো আল্লাহর দরবারে মর্যাদাবান মানুষ হিসেবে রিযিকপ্রাপ্ত। তারা আমাদের মাঝে আছেন।

কোরআনের বর্ণনা অনুযায়ী তারা মৃত নয় বরং জীবিত উল্লেখ করে তিনি বলেন, শহীদের আল্লাহ এমন মর্যাদা দেন যে আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্তানহারা মা-বাবাদের প্রতি সমবেদনা জানান তিনি। এসময় সাতজন শহীদ পরিবারের কাছে অর্থ সহায়তার প্যাকেট তুলে দেন সেলিম উদ্দিন।

এর আগে সোমবার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে যাদের হাত-পা কাটা পড়েছে, তাদের জন্য আর্টিফিসিয়ালি হাত-পা লাগানোর জন্য যে খরচ হবে, তা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বহন করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আহমদ সালমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, বসুন্ধরা থানা আমির ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার। এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল মোতালেব মঈন, ডা. আনোয়ার হোসেন মোল্লা, মো. জাহিদুল ইসলাম, মাওলানা আবুল কাশেম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১০

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১১

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১২

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৩

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৪

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৬

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৭

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৮

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৯

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

২০
X