বন্যার্ত মানুষের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে এক লাখ এক হাজার টাকা প্রদান করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে ‘পদবঞ্চিত’ নেতারা।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির নেতাদের কাছে এ অর্থ প্রদান করেন তারা। প্রদানকৃত নগদ অর্থ ‘পদবঞ্চিত’ নেতারা নিজেরা অংশগ্রহণের মাধ্যমে সংগ্রহ করেন বলে জানা যায়।
দলের ত্রাণ তহবিলে নগদ অর্থ গ্রহণের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
অর্থ প্রদানকারী স্বেচ্ছাসেবক দলের ‘পদবঞ্চিত’ নেতাদের মধ্যে ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, সওগাতুল ইসলাম সগীর, মাহবুবুর রশীদ; সাবেক সম্পাদক হুমায়ুন কবির, সাফায়েত রিপন, আকরাম হোসেন, মির্জা ইয়াছিন আলী, সালেহ আহমেদ কাঞ্চন, সাহাবুদ্দিন শিকদার, আবু জাফর বাদল, মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, মুশফিকুর রহমান, মোশারফ হোসেন, সোলায়মান সোহেল, আনিসুজ্জামান, আবু সাঈদ ভুঁইয়া, রাজন; সাবেক সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সম্পাদকদের মধ্যে বেলাল হোসেন, জিয়াউর রহমান, এইচএম জাফর, আবুল বাশার, ওমর ফারুক, জহির, মিল্টন, বশির আহমেদ, সানি মামুন খান প্রমুখ।
মন্তব্য করুন