বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
আকরাম হোসেন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

বাঁয়ে বহিষ্কৃত যুবদলের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ এবং ডানে বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি। গ্রাফিক্স : কালবেলা
বাঁয়ে বহিষ্কৃত যুবদলের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ এবং ডানে বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি। গ্রাফিক্স : কালবেলা

দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ ও খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল।

বৃহস্পতিবার কালবেলায় সংবাদ প্রকাশ হওয়ার পর শুক্রবার (৬ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ, খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি এবং রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফা হাওলাদার মুক্তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নিবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছে।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) 'প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতারা' শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

গণমাধ্যমটির সংবাদে বলা হয়, রাজধানীর নাখালপাড়ায় এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে যুবদলের দুই নেতা। যার একটি ফুটেজ এসেছে কালবেলার হাতে।

ফুটেজে দেখা যায়, ৮ থেকে ১০ সঙ্গী-সাথীসহ প্রবাসীর ফ্ল্যাটে হামলা চালায় যুবদল নেতা নাহিদ এবং অভি। এ সময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভেঙে টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যান তারা।

ভুক্তভোগী প্রবাসী পাভেল জানান, গত ২৮ আগস্ট রাতে ৮ থেকে ১০ জন তার নাখালপাড়ার বাসায় হামলা চালায়। দারোয়ানকে মারধর করে তার ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় বাসায় থাকা নগদ ৮ লাখ টাকা এবং ১০ ভরি সোনা নিয়ে যায়। দারোয়ান বাধা দিতে চাইলে তাকেও মারধর করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লুটপাটকারীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ। অন্যজন হলেন খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ অক্টোবর দেশে ফিরবেন মির্জা ফখরুল

আবু সাইদ জীবন দিয়ে ঘুমন্ত দেশকে জাগিয়ে গেছেন: শিমুল বিশ্বাস

কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা জায়গা দিব না : মুন্না

বিএনপির ৩টি কমিটি বিলুপ্ত

বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল একমাত্র ছেলে

জিপিএ-৫ প্রাপ্তদের ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সংবর্ধনা

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পরিকল্পনা করে পড়াশোনায় মনোযোগী হতে হবে : ডা. সাদেক আব্দুল্লাহ

‘আমার ফয়সাল পাস করছে, এ রেজাল্ট দিয়া আমি কী করমু?’

চিলমারীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৪০

১০

জাতীয় মানবাধিকার কমিশনের কারাগার পরিদর্শন

১১

‘হত্যাকারী ও হত্যার নির্দেশদাতাদের আইনের আওতায় আনতে হবে’

১২

গর্ত থেকে একে একে বের হলো ২১টি গোখরা সাপ

১৩

ময়মনসিংহে সিলিন্ডারের গুদামে ভয়াবহ আগুন

১৪

রাজশাহীতে ১২ কলেজের সবাই ফেল

১৫

‘পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে’

১৬

সৌদি আরবে বাইক রাইডারদের নিয়ে নতুন সিদ্ধান্ত

১৭

সিংড়ায় বিএনপির দুই নেতা বহিষ্কার

১৮

আমরা চাই না কোনো ভুলের কারণে দল থেকে ছিটকে যান : নয়ন

১৯

ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ

২০
X