মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
আকরাম হোসেন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

বাঁয়ে বহিষ্কৃত যুবদলের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ এবং ডানে বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি। গ্রাফিক্স : কালবেলা
বাঁয়ে বহিষ্কৃত যুবদলের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ এবং ডানে বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি। গ্রাফিক্স : কালবেলা

দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ ও খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল।

বৃহস্পতিবার কালবেলায় সংবাদ প্রকাশ হওয়ার পর শুক্রবার (৬ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ, খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি এবং রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফা হাওলাদার মুক্তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নিবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছে।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) 'প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতারা' শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

গণমাধ্যমটির সংবাদে বলা হয়, রাজধানীর নাখালপাড়ায় এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে যুবদলের দুই নেতা। যার একটি ফুটেজ এসেছে কালবেলার হাতে।

ফুটেজে দেখা যায়, ৮ থেকে ১০ সঙ্গী-সাথীসহ প্রবাসীর ফ্ল্যাটে হামলা চালায় যুবদল নেতা নাহিদ এবং অভি। এ সময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভেঙে টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যান তারা।

ভুক্তভোগী প্রবাসী পাভেল জানান, গত ২৮ আগস্ট রাতে ৮ থেকে ১০ জন তার নাখালপাড়ার বাসায় হামলা চালায়। দারোয়ানকে মারধর করে তার ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় বাসায় থাকা নগদ ৮ লাখ টাকা এবং ১০ ভরি সোনা নিয়ে যায়। দারোয়ান বাধা দিতে চাইলে তাকেও মারধর করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লুটপাটকারীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ। অন্যজন হলেন খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার একটি ভোটে নির্ধারণ হবে আগামী পাঁচ বছরের ভাগ্য : সেলিমুজ্জামান

জার্নাল ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন / ‘নিকডু’ একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে, প্রত্যাশা চিকিৎসকদের

রাতে অভিযান চালিয়ে আ.লীগের তিন নেতাকে গ্রেপ্তার

সংখ্যালঘু ঐক্যমোর্চার বিক্ষোভ / সহিংসতা-নৃশংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের শাস্তি দাবি

শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

রাতে সড়কে ঝরল তাজা তিন প্রাণ

এবার সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

১০

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

১১

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ভিন্নরকম’ কর্মসূচি

১২

জামায়াতের এক নেতা বহিষ্কার

১৩

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাবেন বরিশালের পাঁচ লক্ষাধিক নেতাকর্মী

১৪

বিলের লিজের টাকা চাওয়ায় জমির মালিকদের বাড়িঘরে হামলা

১৫

গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ডেনমার্কের

১৬

২০২৬ বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমার

১৭

এবার আগরতলা-শিলিগুড়িতেও ভিসা কার্যক্রম বন্ধ

১৮

সরকারের গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান, যা বললেন সাদিক কায়েম

১৯

নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

২০
X